Karnataka Assembly Election 2023: ‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে’, বিজেপি নাকি কংগ্রেস, কোন দিকে ঝুঁকে কর্নাটকের ‘কিং মেকার’?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 13, 2023 | 10:28 AM

Karnataka Assembly Election 2023 Results: কর্নাটকের নির্বাচনের ফল নিয়ে সরাসরি কুমারস্বামীর সঙ্গে যোগাযোগ না করা গেলেও, তাঁর দলের এক শীর্ষ নেতা জানান, কার সঙ্গে জোট বাধা হবে, তা ইতিমধ্যেই ঠিক করা হয়ে গিয়েছে।  

Karnataka Assembly Election 2023: সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, বিজেপি নাকি কংগ্রেস, কোন দিকে ঝুঁকে কর্নাটকের কিং মেকার?
ফাইল চিত্র

Follow Us

বেঙ্গালুরু: ভোট গ্রহণের পর্ব মিটেছে। এবার পালা শুধু ফল প্রকাশের। আগামিকাল, শনিবারই ফল প্রকাশ হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023 Results)। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে দেখা গিয়েছে, কর্নাটকে এবার পালা বদল হতে পারে। বিজেপি(BJP)-কে হারিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস (Congress)। তবে শাসক ও বিরোধী দলের মধ্য়ে আসন সংখ্যার ব্য়বধান খুব বেশি না থাকারই সম্ভাবনা। সে ক্ষেত্রে ‘কিং মেকারে’র ভূমিকা পালন করতে পারে তৃতীয় স্থানে থাকা রাজনৈতিক দল। কর্নাটকের নির্বাচনে এই তৃতীয় স্থান থাকতে পারে এইচডি কুমারাস্বামীর দল জনতা দল সেকুলার (Janata Dal Secular)। তারা যে শিবিরের দিকে ঝুঁকবে, সেই শিবিরই সরকার গঠন করবে। বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হতেই কংগ্রেস ও বিজেপির তরফে জেডিএসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনটাই দাবি দলের শীর্ষ নেতা তনবীর আহমেদের।

শারীরিক অসুস্থতার কারণে ভোট পর্ব মিটতেই সিঙ্গাপুরে গিয়েছেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী। তবে নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগেই তিনি রাজ্যে ফিরে আসবেন বলে জানা গিয়েছে। কর্নাটকের নির্বাচনের ফল নিয়ে সরাসরি কুমারস্বামীর সঙ্গে যোগাযোগ না করা গেলেও, তাঁর দলের এক শীর্ষ নেতা জানান, কার সঙ্গে জোট বাধা হবে, তা ইতিমধ্যেই ঠিক করা হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার জেডিএস নেতা তনবীর আহমেদ বলেন, “কংগ্রেস ও বিজেপি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। যখন সঠিক সময় আসবে, তখন আমরা জনগণকে জানিয়ে দেব।”

অন্য়দিকে, বিজেপির তরফে জেডি(এস)-র সঙ্গে যোগাযোগ করার কথা অস্বীকার করা হয়। বিজেপি নেত্রী শোভা করন্ডলাজে বলেন, “জোট বাধার কোনও প্রশ্নই আসে না। বিজেপি কখনওই জেডিএসের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা নিশ্চিত যে কমপক্ষে ১২০টি আসনে জয়ী হব। কার্যকর্তাদের সঙ্গে কথা বলেই এই সংখ্যা জানতে পেরেছি আমরা।”

Next Article