তবে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় নজর কেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এবার তাঁকে মাইসুরুর বরুনা থেকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে। এই আসনেই এতদিন প্রার্থী হতেন সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া। বর্তমানে কনকপুরার বিধায়ক সিদ্দারামাইয়া। সূত্রের খবর, সিদ্দারামাইয়া আসন্ন বিধানসভা নির্বাচনে কোলার থেকে নির্বাচনে লড়বেন বলে স্থির করে ফেলেছিলেন। বিগত কয়েক মাস ধরে একাধিকবার ওই কেন্দ্রে গিয়ে প্রচারও চালিয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে তিনি জানিয়েছিলেন বাদামি, বরুনা ও কোলার-এই তিনটি আসনের মধ্যে কোনও একটি থেকে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তিনি। ২০১৮ সালে তিনি মাইসুরুর চামুণ্ডেশ্বরী থেকে হেরে যান। তবে বাগালকোটের বাদামি আসন থেকে তিনি জয়ী হন।