AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DK Shivkumar on Karnataka Result: ‘জেলে থাকার সময় দেখা করতে এসেছিলেন সনিয়া’, আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন শিবকুমার

Karnataka Assembly Poll Result: কর্নাটক বিধানসভার দখল নিতে চলেছে কংগ্রেস। কনকপুরা কেন্দ্র থেকে জয়ের পরই কংগ্রেসের সকল নেতা মন্ত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।

DK Shivkumar on Karnataka Result: ‘জেলে থাকার সময় দেখা করতে এসেছিলেন সনিয়া’, আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন শিবকুমার
Image Credit: স্ক্রিনশট (Twitter)
| Edited By: | Updated on: May 13, 2023 | 3:51 PM
Share

বেঙ্গালুরু: ৩৮ বছরের প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়াই কংগ্রেসের কাছে আশীর্বাদ হয়ে এল কর্নাটকে। ক্রমশ বাধ ভাঙা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। ২২৪টি আসন সমন্বিত কর্নাটক বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৩টি আসন। অনেক আগেই এগিয়ে থাকার নিরিখে এই সংখ্যা পার করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। ফলে সরকার গঠনের জন্য অন্য কোনও রাজনৈতিক দলের শরণাপন্নও হতে হবে না কংগ্রেসকে। একক সংখ্যাগরিষ্ঠতকা পেয়ে কংগ্রেসের সরকার গঠন আর মাত্র সময়ের অপেক্ষা। ১৯৯৯ সালের পর কর্নাটকের রাজনীতিতে এই প্রথম কোনও রাজনৈতিক দল একাই সরকার গঠন করতে চলেছে। এর মধ্যেই কনকপুরা আসন থেকে ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। এবার কংগ্রেসের চ্যালেঞ্জ হবে শিবকুমার ও প্রবীণ কংগ্রেস নেতার মধ্যে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়া। এদিকে এই আবহেই কনকপুরা আসন থেকে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সকল স্তরের নেতা কর্মী, সনিয়া,রাহুল ও খাড়্গেকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিবকুমার। মুখ্য়মন্ত্রীর মুখ নিয়ে সিদ্দারামাইয়ার সঙ্গে লড়াই ভুলে তাঁকেও ধন্যবাদ জানালেন ডিকে শিবকুমার।

কনকপুরা আসন থেকে জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেসের শিবকুমার। সেখানে ধন্যবাদ জ্ঞাপনের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শিবকুমার বলেন, “আমি দল ও সমস্ত কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাই। তাঁরা এই নির্বাচনের পিছনে কঠোর পরিশ্রম করেছেন।” গান্ধী পরিবার, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও নিজের সতীর্থ সিদ্দারামাইয়াকেও ধন্যবাদ জানান তিনি। এদিকে নিজের কারা জীবনের কথা তুলে ধরে আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। তিনি বলেন, “আমাকে যখন জেলে রাখা হয়েছিল সনিয়া গান্ধী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।” এদিকে জয়ের পর কংগ্রেসের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেওয়া।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। এক্ষেত্রে সিদ্দারামাইয়া তাঁর প্রতিদ্বন্দ্বী হলেও তিনি তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতেও ছাড়েননি। এদিকে দুপুর ২ টো অবধি সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী, কর্নাটকের ১০টি আসনে ইতিমধ্যেই জয় হাশিল করেছে কংগ্রেস। আর ১২৬ টি আসনে এগিয়ে রয়েছে।