Yathindra Siddaramaiah: ‘আমার বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত’, ফল প্রকাশের আগেই দাবি সিদ্দারামাইয়ার ছেলের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 13, 2023 | 11:12 AM

Karnataka Assembly Election 2023 Results: মুখ্যমন্ত্রী হিসাবে নিজের বাবা সিদ্দারামাইয়ার নাম উল্লেখ করার কারণ হিসাবে তিনি বলেন, "একজন ছেলে হিসাবে আমি অবশ্যই নিজের বাবাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইব। তবে একজন রাজ্য়বাসী হিসাবেও বলব, কংগ্রেস শেষবার যখন ক্ষমতায় এসেছিল, সেই সময় রাজ্যে সুশাসন ছিল।"

Yathindra Siddaramaiah: আমার বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত, ফল প্রকাশের আগেই দাবি সিদ্দারামাইয়ার ছেলের
ফাইল চিত্র

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আজ। ইতিমধ্য়েই চলছে ভোট গণনা। প্রথম দুই ঘণ্টায় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। নির্বাচনের ফল প্রকাশের আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া (Yathindra Siddaramaiah)-র গলায়। এ দিন সকালেই তিনি বলেন, কংগ্রেস নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং জয়ী হবে। কংগ্রেস একাই ক্ষমতায় আসবে। একইসঙ্গে তিনি জানান, কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হওয়া উচিত তাঁর বাবা সিদ্দারামাইয়ারই।     

এ দিন সকালে সংবাদসংস্থা এএনআই-র মুখোমুখি হয়ে যতীন্দ্র সিদ্দারামাইয়া বলেন, “বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আমরা সবকিছু করতে প্রস্তুত…কর্নাটকের সাধারণ মানুষ ও উন্নয়নের স্বার্থে আমার বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে মনে করি।”

তিনি আরও বলেন, “রাজ্যে কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। আমার বাবাও বিপুল ভোটে বরুণা কেন্দ্র থেকে জয়ী হবেন। আমরা আত্মবিশ্বাসী যে কর্নাটকে আমরাই সরকার গঠন করব। কারোর সঙ্গে জোট বাধার প্রয়োজন নেই। আমরা একাই সরকার গঠন করব।”

মুখ্যমন্ত্রী হিসাবে নিজের বাবা সিদ্দারামাইয়ার নাম উল্লেখ করার কারণ হিসাবে তিনি বলেন, “একজন ছেলে হিসাবে আমি অবশ্যই নিজের বাবাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইব। তবে একজন রাজ্য়বাসী হিসাবেও বলব, কংগ্রেস শেষবার যখন ক্ষমতায় এসেছিল, সেই সময় রাজ্যে সুশাসন ছিল। এবারও যদি বাবা মুখ্যমন্ত্রী হন, তাহলে বিজেপির শাসনে যেখানে যেখানে দুর্নীতি ও অপশাসন হয়েছে, তা ঠিক করে দেবেন। রাজ্যের উন্নয়নের স্বার্থেও বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত।”

উল্লেখ্য, কর্নাটকে যদি কংগ্রেস জয়ী হয়, তবে মুখ্য়মন্ত্রী হতে পারেন ডিকে শিবকুমার। অন্য়দিকে, দলের এক পক্ষের দাবি সিদ্দারামাইয়াকেই যেন মুখ্যমন্ত্রীর গদি দেওয়া হয়। সম্প্রতিই প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা বিজেপি নেতা জগদীশ সেত্তারও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন মুখ্য়মন্ত্রীত্বের আশায়।

Next Article