Jagadish Shettar Joins Congress: টিকিট দেয়নি বিজেপি, রাগে রাতারাতি দল বদলে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 17, 2023 | 10:44 AM

Karnataka Assembly Election 2023: বিজেপি ছাড়ার পরই আন্দাজ করা হয়েছিল, কংগ্রেসে যোগ দিতে পারেন প্রবীণ নেতা। রবিবার রাতেই কর্নাটকের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে বিশেষ চপারে করে হুবলি থেকে বেঙ্গালুরু যান জগদীশ সেত্তার।

Jagadish Shettar Joins Congress: টিকিট দেয়নি বিজেপি, রাগে রাতারাতি দল বদলে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কংগ্রেসে যোগ দিলেন জগদীশ সেত্তার।

Follow Us

বেঙ্গালুরু: দল টিকিট দেয়নি, রাগে বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার (Jagadish Shettar)। একদিনের মধ্যেই দল বদলে এবার কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। সোমবার সকালেই তিনি সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার সহ কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নতুন দলে যোগ দেন। আগামী মে মাসেই কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসে যোগ দেওয়ায় বিজেপির কিছুটা অস্বস্তি বাড়তে পারে।

আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১৩ মে। ইতিমধ্যেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দলগুলি। কংগ্রেসকে খুব একটা সমস্য়ার মধ্যে পড়তে না হলেও,  প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চাপে পড়েছে বিজেপি। আসন্ন নির্বাচনে যে সমস্ত নেতারা টিকিট পাননি, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষুব্ধ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন লিঙ্গায়ত নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার।

বিজেপি তাঁকে টিকিট না দিয়ে অপমান করেছে, এই ক্ষোভ উগরেই রবিবার বিজেপি থেকে ইস্তফা দেন জগদীশ সেত্তার। একইসঙ্গে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিচ্ছেন বলে জানান। বিজেপি ছাড়ার পরই আন্দাজ করা হয়েছিল, কংগ্রেসে যোগ দিতে পারেন প্রবীণ নেতা। রবিবার রাতেই কর্নাটকের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে বিশেষ চপারে করে হুবলি থেকে বেঙ্গালুরু যান জগদীশ সেত্তার।

কংগ্রেসের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রণদীপ সিং সূর্যেওয়ালা, কর্নাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার, প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। রাতে ঘণ্টাখানেকের বৈঠকের পর এদিন সকালে কংগ্রেসে যোগ দেন কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী জগদীশ সেত্তার।

তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ার মতো শীর্ষ নেতারা। সিদ্দারামাইয়া বলেন, “আমি জগদীশ সেত্তারকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। ওনার সঙ্গে বিজেপি যেভাবে ব্যবহার করেছে, তা কোনও দলের নেতার সঙ্গে হওয়া উচিত নয়। উনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। শুধু ওনাকেই নয়, গোটা লিঙ্গায়ত সম্প্রদায়কে অপমান করেছে বিজেপি। কর্নাটকে লিঙ্গায়ত সম্প্রদায় একটা বড় অংশ জুড়ে রয়েছে। বিজেপি বিএস ইয়েদুরাপ্পাকেই তাদের নেতা বানিয়েছিল, জগদীশ সেত্তারকে সবসময় দ্বিতীয় স্থানেই রেখেছিল। ওরা ইয়েদুরাপ্পাকেও অপমান করেছিল মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে। সেই কারণে উনি কাঁদতে কাঁদতে ইস্তফা দিয়েছিলেন। জগদীশ সেত্তার কংগ্রেসে যোগ দেওয়ায় আমরা নিশ্চিতভাবে ১৫০টি আসনে জিতব।”

অন্য়দিকে, কর্নাটক কংগ্রেসের সভাপতি ডেকি শিবকুমার বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি বিধায়ক নিঃশর্তে কংগ্রেসে যোগ দিতে চাইছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি।”

Next Article