PM Modi in Karnataka: ‘যখনই ওরা সরকার গঠন করেছে, তখনই…’, কংগ্রেসের মুখোশ খুলে দিলেন মোদী
Karnataka Assembly Election 2023: জেডিএস-কে আক্রমণ করে মোদী বলেন, "কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে লড়াই করে। আর কংগ্রেসের বি টিম জেডিএসও সেই স্বপ্ন দেখছে। ১৫ থেকে ২০টা আসন দখল করে তারাও এই লুটতরাজে সামিল হতে চায়।"
বেঙ্গালুরু: আর মাত্র দিন দশেক বাকি। তারপরই কর্নাটকে অগ্নিপরীক্ষা। বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) কোন দল জয়ী হয়ে সরকার গড়বে, তা নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি(BJP), কংগ্রেস (Congress) সহ একাধিক মধ্যে। রবিবার কর্নাটকে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানেই তিনি একযোগে কংগ্রেস ও জনতা দল সেকুলার(Janata Dal Secular)-কে এক হাত নিলেন উন্নয়নের খতিয়ান দিয়ে। কর্নাটকের বেলুরে জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও জেডিএস উভয় দলই অস্থিরতার প্রতীক।”
কর্নাটকে বিজেপি শাসক দল হলেও, এবারের নির্বাচনে জোর টক্কর দিতে প্রস্তুত কংগ্রেস ও জেডিএস। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “দেশে যখনই কংগ্রেসের সরকার গঠন হয়েছে, তখনই তাদের নেতাদের মধ্য়ে অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে। আপনারা জানেন রাজস্থান বা ছত্তীসগঢ়ে কী হচ্ছে। ওখানকার মানুষেরা এখন জানেন যে নির্বাচনের আগে কংগ্রেসের করা যাবতীয় প্রতিশ্রুতি একগুচ্ছ মিথ্য়া ছাড়া আর কিছু ছিল না।”
এরপরে তিনি জেডিএস-কে আক্রমণ করে বলেন, “কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে লড়াই করে। আর কংগ্রেসের বি টিম জেডিএসও সেই স্বপ্ন দেখছে। ১৫ থেকে ২০টা আসন দখল করে তারাও এই লুটতরাজে সামিল হতে চায়।”