
বেঙ্গালুরু: কর্নাটকে বড় জয় কংগ্রেসের (Congress)। বিজেপি(BJP)-কে হারিয়ে ১৩৫টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এত ভাল ফল হবে, তা হয়তো আশা করেনি কংগ্রেস নিজেও। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরই গুরু দায়িত্ব এসে পড়েছে কংগ্রেসের কাঁধে। কে মুখ্যমন্ত্রী (Chief Minister) হবেন, তা বাছাই করতে হবে এবার। বিধায়ক যাতে কেনা-বেচা না হয়, তার জন্য আজকেই মুখ্যমন্ত্রী বাছাই করে নেওয়া হবে। শনিবারই কংগ্রেস সূত্রে এই তথ্য জানানাে হয়েছিল। জানা গিয়েছে, আজ, রবিবার বিকেলে বৈঠকে বসতে চলেছেন কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। বিধায়করাও (MLAs) এই বৈঠকে উপস্থিত থাকবেন। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী কে হবে, তা বাছাই করে নেওয়া হবে।
কর্নাটক কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার জানান, আজ বেঙ্গালুরুর সানগ্রি-লা হোটেল বৈঠকে বসবেন কংগ্রেসের শীর্ষ নেতা ও সদ্য নির্বাচিত বিধায়করা। জানা গিয়েছে, ওই বৈঠকেই কংগ্রেস বিধায়করা প্রস্তাবনা পাশ করবেন। ওই প্রস্তাবনায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব।
জানা গিয়েছে, কর্নাটকের মুখ্য়মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দুইজন। প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দুই নেতাই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। আর এর জেরেই মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে কংগ্রেসের অন্দরে অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবারই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়াকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন এবং যাবতীয় নির্বাচন প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানান।
কর্নাটকে ২২৪ আসনের মধ্য়ে ১৩৫টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। যা বিগত ৩০ বছরেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ১৯৯৯ সালে কংগ্রেস ১৩২ টি আসনে জয়ী হয়েছিল। ১৯৮৯ সালে ১৭৮টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস।