Karnataka CM Oath Taking Ceremony: সিদ্দারামাইয়ার শপথে যাচ্ছেন না মমতা, আমন্ত্রণই পেলেন না কেজরী-পিনারাই!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 20, 2023 | 8:36 AM

Guest List: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মনতা বন্দ্যোপাধ্য়ায়, তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।

Karnataka CM Oath Taking Ceremony: সিদ্দারামাইয়ার শপথে যাচ্ছেন না মমতা, আমন্ত্রণই পেলেন না কেজরী-পিনারাই!
কে কে থাকবেন সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে?

Follow Us

বেঙ্গালুরু: অবশেষে মিটেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জট। পাঁচদিন ধরে দীর্ঘ আলাপ-আলোচনার পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। আজ, শনিবার দুপুর সাড়ে ১২টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। কংগ্রেসের এই নতুন সরকার গঠনের অনুষ্ঠানে শুধুমাত্র কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাই নন, আমন্ত্রণ জানানো হয়েছে সমমনস্ক অন্যান্য় বিরোধী রাজনৈতিক দলগুলিকেও। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিতেই সমমনস্ক রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে আমন্ত্রণ পাননি দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriewal) থেকে শুরু করে কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)

সিদ্দারামাইয়ার শপথে কারা আমন্ত্রণ পেলেন?

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। আমন্ত্রণ জানানো হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ার, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। 

এছাড়াও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি, ডি রাজা, সীতারাম ইয়েচুরি ও অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস শাসিত তিন রাজ্য রাজস্থান, ছত্তীসগঢ় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখুকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

কারা পেলেন না আমন্ত্রণ?

সূত্রের খবর, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্জ কেজরীবালকে আমন্ত্রণ জানানো হয়নি শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রণ পাননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীও।

Next Article