বেঙ্গালুরু: সামনেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। নির্বাচনী প্রচারে গতি বাড়াচ্ছে সে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। আর প্রচারে ঝড় তুলতে শুধু হেভিওয়েট নয়, কন্নড় তারকাদেরও ময়দানে নামাচ্ছে বিজেপি। এর মধ্যে অন্যতম হলেন কন্নড় সুপারস্টার কিচ্চা সুদীপ (Kichcha Sudeep)। এর মধ্য়েই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। তবে বুধবার বিজেপিতে যোগ দিলেন না কিচ্চা সুদীপ। কিন্তু বিজেপির হয়ে এই কর্নাটক বিধানসভায় প্রচার করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।
আজ কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে কিচ্চা বলেন, “বোম্মাই স্যারকে আমি পূর্ণ সমর্থন করব।” তাঁর মন্তব্যের পর বোম্মাই বলেন, “সুদীপ কোনও দলের নয়। তিনি আমাকে সমর্থনের কথা জানিয়েছেন। তার মানেই তিনি বিজেপিকে সমর্থন করছেন।” সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, আজ বাসবরাজ বোম্মাইয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল কন্নড় সুপারস্টারের। তবে তাঁর পদ্মশিবিরে যোগদানের বিষয়ে কোনও খবর মেলেনি।
তবে কিচ্চা সুদীপ জানিয়েছেন, কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। এদিকে বিজেপিতে যোগদানের জল্পনার আবহেই গতকাল একটি হুমকি চিঠি পেয়েছেন কন্নড় তারকা। তিনি ওই চিঠির প্রেরককে যোগ্য জবাব দেবেন বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “হ্য়াঁ, আমি একটি হুমকি চিঠি পেয়েছি। কে পাঠিয়েছে তাও জানি আমি। ইন্ডাস্ট্রির কেউ আমায় এই চিঠি পাঠিয়েছে। আমি এর যোগ্য জবাব দেব। আমি তাঁদের জন্য কাজ করব যাঁরা আমার কঠিন সময়ে পাশে ছিলেন। বিজেপি কঠিন সময়ে আমাকে সমর্থন করেছে। আমি এবার তাদের সমর্থন করব। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।” উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ফলাফল প্রকাশ হবে ১৩ মে।