Congress In Karnataka: লক্ষ্যকেও ছাপিয়ে গেল প্রাপ্ত আসন! কর্নাটকের জয়ে নিজেদেরই ৩৬ বছরের রেকর্ড ভাঙল কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 14, 2023 | 7:02 AM

Karnataka Assembly Election 2023: কর্নাটকে আগেও বহুবার কংগ্রেস সরকার গঠন করেছে। সর্বাধিক আসন সংখ্যা ও ভোটের হার নিয়ে সরকার গঠন করেছিল ১৯৮৯ সালে। সেইবার বিধানসভা নির্বাচনে ২২৪টি আসনের মধ্যে ১৭৮টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। ভোটের হার ছিল ৪৩.৭৬ শতাংশ।

Congress In Karnataka: লক্ষ্যকেও ছাপিয়ে গেল প্রাপ্ত আসন! কর্নাটকের জয়ে নিজেদেরই ৩৬ বছরের রেকর্ড ভাঙল কংগ্রেস
জয়ের পর কংগ্রেস কর্মীদের উল্লাস। ছবি:PTI

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটকে ধরাশায়ী বিজেপি। ‘পদ্ম’ উৎখাত করে ‘হাতে’ ভরসা রেখেছেন কর্নাটকের মানুষ (Karnataka Aseembly Election 2023 Results)। ১৩৭টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, যা একক সংখ্যাগরিষ্ঠতা গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকেও অনেক বেশি। আর এই বিপুল আসনে জয়লাভ করে প্রায় ৪০ বছরের রেকর্ড ভাঙল কংগ্রেস (Congress)। আসন সংখ্যাই হোক বা ভোটের শতাংশ, দুই দিক থেকেই বিগত ৩০ বছরেরও বেশি সময়ের রেকর্ডকে ভেঙে চুরমার করেছে কংগ্রেস। ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনেও জয়ী হয়েছিল কংগ্রেস, তবে সেই বার আসন সংখ্যা ছিল ৮০। সাম্প্রতিক এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে ফল করেছে, তার কাছাকাছি শেষবার পৌঁছতে পেরেছিল ১৯৯৯ সালে। সেই নির্বাচনে কংগ্রেস ১৩২টি আসনে জয়লাভ করেছিল। ভোটের শতাংশ ছিল ৪০.৮৪ শতাংশ।

কর্নাটকে নির্বাচনী প্রচারে যখন নেমেছিল কংগ্রেস, তখনও তারা  আশা করেননি যে এই বিপুল সংখ্যক ভোটে জয়ী হতে পারবে। ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলে এসেছিলেন, কংগ্রেসকে কমপক্ষে ১৩০টি আসনে জয়ী হতে হবে সরকার টেকানোর জন্য। কর্নাটকের কংগ্রেস কর্মীরা সেই সংখ্য়াকেই লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল, ১৩৭ টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, যা লক্ষ্যমাত্রার থেকেও বেশি। প্রাপ্ত ভোটের হার ৪২.৯ শতাংশ।

কর্নাটকে আগেও বহুবার কংগ্রেস সরকার গঠন করেছে। সর্বাধিক আসন সংখ্যা ও ভোটের হার নিয়ে সরকার গঠন করেছিল ১৯৮৯ সালে। সেইবার বিধানসভা নির্বাচনে ২২৪টি আসনের মধ্যে ১৭৮টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। ভোটের হার ছিল ৪৩.৭৬ শতাংশ।

অন্য়দিকে, বিজেপি জিতেছে ৬৫টি আসনে। বিজেপির ভোটের হাক ৩৬ শতাংশ। এইচডি কুমারস্বামীর দল জনতা দল সেকুলার জয়ী হয়েছে ১৯টি আসনে, তাদের ভোটের হার ১৩.৩ শতাংশ। ১০ বছর পর, ১৯৯৯ সালে কংগ্রেস জয়ী হয়েছিল ১৩২টি আসনে, ভোটের হার ছিল ৪০.৮৪ শতাংশ। এরপর থেকেই কংগ্রেসের আসন সংখ্য়া কমতে থাকে। ২০১৮ সালের নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয় কংগ্রেস।

কংগ্রেসের এই বিপুল আসনে জয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, দলের অনুমান ছিল, ১২০টির বেশি আসনে জয়লাভ করবে কংগ্রেস। কিন্তু এত সংখ্যক আসন পাবেন, তা কল্পনা করতে পারেননি কেউ। এই বিপুল জয়ের জন্য কর্নাটকের মানুষকে ধন্যবাদ জানিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “এই জয় কর্নাটকবাসীর। ওরাই সিদ্ধান্ত নিয়েছেন এবং বেছে নিয়েছেন। সেই কারণেই আমরা ১৩৭টি আসনে জয়ী হয়েছি। ৩৬ বছর পর আমরা এত সংখ্যক আসন পেলাম। এটা আমাদের কাছে বড় সাফল্য। আমরা জনগণের এই সিদ্ধান্তকে সম্মান করি। তাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করব।”

Next Article