Ward 101 Baghajatin KMC Election Result 2021 LIVE: ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল আবারও ভরসা রেখেছে বাপ্পাদিত্যের উপর

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 11:32 PM

KMC Election Result 2021, Ward 101 Baghajatin LIVE Counting: ২০১০ সালে যখন রাজ্যে পালাবদলের হাওয়া, তখনও এই ওয়ার্ডটি নিজেদের দখলে রেখেছিল বামেরা।

Ward 101 Baghajatin KMC Election Result 2021 LIVE: ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূল আবারও ভরসা রেখেছে বাপ্পাদিত্যের উপর
আসন্ন ছোট লালবাড়ির লড়াই।

Follow Us

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১০১ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন (Baghajatin) এবং গড়িয়া (Garia) একাংশ। গড়িয়ার ফুলবাগান, গ্রিন পার্ক, রবীন্দ্র পল্লি, রায়পুর, বৈষ্ণবঘাটা, পাটুলি, বীরনগর পড়ছে ১০১ নম্বর ওয়ার্ডের মধ্যে। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তর দিকে রয়েছে বাঘাযতীন স্টেশন রোড। পূর্ব দিক বরাবর গিয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইন। দক্ষিণে রয়েছে ইএম বাইপাস লিঙ্ক রোড এবং পশ্চিম দিক বরাবর গিয়েছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড।

এই ওয়ার্ডটির তাৎপর্য হল, ২০১০ সালে যখন রাজ্যে পালাবদলের হাওয়া, তখনও এই ওয়ার্ডটি নিজেদের দখলে রেখেছিল বামেরা। সেই সময় বাম প্রার্থী গৌতম সরকার জিতেছিলেন এই ওয়ার্ড থেকে। পরে ২০১৫ সালের নির্বাচনে সেই জয় আর ধরে রাখতে পারেনি বামফ্রন্ট। ২০১৫ সালের পৌর নির্বাচনে জোড়াফুলের প্রার্থীকেই ভোটে জিতিয়েছেন এখানকার মানুষ। উল্লেখ্য, ২০১৫ সালের পৌর ভোটে এই এলাকা থেকে ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাসগুপ্ত। তিনি পেয়েছিলেন ১৩ হাজার ৩১১ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম প্রার্থী অমিত কুমার জানা পেয়েছিলেন ৯৬৪৬ টি ভোট। বিজেপি প্রার্থী সুনীল কান্তি মজুমদার পেয়েছিলেন ২৪৭২ টি ভোট। আর কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ২৭২ ভোট।

এবার ২০২১ সালের পৌরভোটে তৃণমূল এখান থেকে আবারও প্রার্থী করেছে বাপ্পাদিত্য দাসগুপ্তকে। বিজেপির প্রার্থী হয়েছেন সন্তোষ মিশ্র। অতনু চট্টোপাধ্যায়কে এখান থেকে প্রার্থী করেছে বামেরা। আর কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অমর ভট্টাচার্য।

বাঘাযতীন-গড়িয়া || ওয়ার্ড নম্বর- ১০১ (বোরো- ১২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল বাপ্পাদিত্য দাশগুপ্ত ২৩৪০৭ ৮১.০৪ ৫১.১৫
বিজেপি সন্তোষ মিশ্র ১২০৫  ৪.১৭  ৯.৫০
বাম অতনু চট্টোপাধ্যায় ৩৯৬৮ ১৩.৭৪ ৩৭.০৬
কংগ্রেস অমর ভট্টাচার্য ১৩৫ ০.৪৭ ১.০৪
অন্যান্য  ১.২৫

 

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল বাপ্পাদিত্য দাশগুপ্ত ১৩৩১১ ৫১.১৫
বিজেপি সুনীল কান্তি মজুমদার ২৪৭২ ৯.৫০
বাম অমিত কুমার জানা ৯৬৪৬ ৩৭.০৬
কংগ্রেস জীতেশ চন্দ্র রায় ২৭২ ১.০৪
অন্যান্য ৩২৭ ১.২৫
Next Article