Ward 61 Ballygunge KMC Election Result 2021 LIVE: ৬১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে হ্যাটট্রিকের দৌড়ে তৃণমূলের মনজর ইকবাল

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 7:02 PM

KMC Election Result 2021, Ward 61 Ballygung LIVE Counting: ২০০৫ সাল থেকেই এই ওয়ার্ড তৃণমূলের দখলে।

Ward 61 Ballygunge KMC Election Result 2021 LIVE: ৬১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে হ্যাটট্রিকের দৌড়ে তৃণমূলের মনজর ইকবাল
কলকাতা পুরভোট ২০২১।

Follow Us

কলকাতা: ৬১ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডটি পার্ক সার্কাস ও বেনিয়াপুকুর (নোনাপুকুর), পার্ক স্ট্রিট (মল্লিকবাজার) ও তালতলা (এলিয়ট রোড) নিয়ে গঠিত।

২০০৫ সালে কলকাতার পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। ২০১০ সালেও এই ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। ২০১৫ সালের পুরনির্বাচনেও জয় ধরে রাখে ঘাসফুল শিবির। অর্থাৎ বাম আমলেও এই ওয়ার্ড ছিল তৃণমূলের অধীনে।

৬১ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে মুজফ্ফর আহমেদ স্ট্রিট, বেনিয়াপুকুর লেন। পূর্ব দিকে জননগর রোড, ক্রিমেটোরিয়াম স্ট্রিট, হরেকৃষ্ণ কোঙার রোড, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। দক্ষিণ দিকে পার্ক স্ট্রিট। পশ্চিম দিকে রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট। পার্ক স্ট্রিট ও বেনিয়াপুকুর থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। টালিগঞ্জ মহিলা থানার (সাউথ ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর, কালীঘাট, টালিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর ও চেতলা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ২৯,৭০৪ জন। এর মধ্যে ১৫,৯৫৪ পুরুষ। ১৩,৭৫০ মহিলা।

২০০৫ সালের পুরভোটে ৬১ নম্বর ওয়ার্ডে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসরিন ইকবাল। ২০১০ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনজর ইকবাল জয়ী হন। ২০১৫ সালের কলকাতা পুরভোটে ফের জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনজর ইকবাল।

২০২১ সালের ভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মনজর ইকবাল। বিজেপি প্রার্থী হরিনারায়ণ তিওয়ারি। কংগ্রেস প্রার্থী সাজিদ ইসমাইল।

বালিগঞ্জ|| ওয়ার্ড নম্বর- ৬১ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মঞ্জর ইকবাল ১৯৭৩৯  ৯১.৮৩ ৬৩.০৮
বিজেপি হরি নারায়ণ তেওয়ারি ৬৯১ ৩.২১ ১০.৭৯
বাম ১১.০৬
কংগ্রেস সাজিদ ইসমাইল ৯৬২ ৪.৪৮ ১২.৮১
অন্যান্য ২.২৪

 

বালিগঞ্জ|| ওয়ার্ড নম্বর- ৬১ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মঞ্জুর ইকবাল ১১,৩১৮ ৬৩.০৮
বিজেপি রাজ কুমার সাউ ১,৯৪৬ ১০.৭৯
বাম খাওজা ইফতেখার ইউসুফ ১,৯৮৫ ১১.০৬
কংগ্রেস শেখ সারাজুদ্দিন ২,২৯৯ ১২.৮১
অন্যান্য ৪০৪ ২.২৪
Next Article