Ward 123 Barisha KMC Election Result 2021 LIVE: তৃণমূলের দুই বারের কাউন্সিলর সুদীপ পোলের উপর কতটা আস্থা রাখছে ১২৩ নম্বর ওয়ার্ড?

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 23, 2021 | 1:29 AM

KMC Election Result 2021, Ward 123 Barisha LIVE Counting: আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে সুদীপ পোলেকে।

Ward 123 Barisha KMC Election Result 2021 LIVE: তৃণমূলের দুই বারের কাউন্সিলর সুদীপ পোলের উপর কতটা আস্থা রাখছে ১২৩ নম্বর ওয়ার্ড?
ছোট লালবাড়ির লড়াই

Follow Us

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১২৩ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বড়িশা (Barisha) এবং সংলগ্ন এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে রাজা রামমোহন রায় রোড, মতিলাল গুপ্ত রোড। পূর্বে রয়েছে কালীপদ মুখোপাধ্যায় রোড এবং হেমচন্দ্র মুখোপাধ্যায় রোড। দক্ষিণে রয়েছে জেমস লং সরণি এবং পশ্চিম দিক বরাবর চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড।

২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সাল এবং ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ী হয়ে কাউন্সিলর হন সুদীপ পোলে। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৯২২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী উৎপল চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৬৭৮ ভোট। বিজেপি প্রার্থী সুদীপ কুমার মাইতি এখান থেকে পেয়েছিলেন ৩৫৯০ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩৩১ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে সুদীপ পোলেকে। বিজেপির পদ্ম প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। আর বামেরা বাজি রাখছে প্রসেনজিৎ ঘোষের উপর।

বড়িশা || ওয়ার্ড নম্বর- ১২৩ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সুদীপ পোলে ১৩৪৬১ ৬৩.৫৮ ৪১.১৯
বিজেপি শর্মিষ্ঠা ভট্টাচার্য ২৩৫০  ১১.১০  ১৬.০৩
বাম প্রসেনজিৎ ঘোষ ৪৮৯১ ২৩.১০ ৩৮.৭৫
কংগ্রেস  ১.৪৭
অন্যান্য ৪৭০ ২.২২ ২.৫৬

 

বড়িশা || ওয়ার্ড নম্বর- ১২৩ (বোরো- ১৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সুদীপ পোলে ৯২২৫ ৪১.১৯
বিজেপি সুদীপ কুমার মাইতি ৩৫৯০ ১৬.০৩
বাম উৎপল চট্টোপাধ্যায় ৮৬৭৮ ৩৮.৭৫
কংগ্রেস তারাপদ দাস ৩৩১ ১.৪৭
অন্যান্য ৫৬৮ ২.৫৬
Next Article