ছোট লালবাড়ির লড়াই
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১২২ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বেহালার সুকান্ত পল্লি – সোদপুর – কাজিপাড়া, হরিদেবপুর এবং সংলগ্ন এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে রাজা রামমোহন রায় রোড, মতিলাল গুপ্ত রোড। পূর্বে রয়েছে মহাত্মা গান্ধী রোড এবং কেষ্টপুর খাল। দক্ষিণে রয়েছে ঢালি পাড়া রোড এবং পশ্চিম দিকে কালীপদ মুখোপাধ্যায় রোড এবং হেমচন্দ্র মুখোপাধ্যায় রোড।
২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সাল এবং ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন সোমা চক্রবর্তী। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ১৪৩৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী কোয়েল বিশ্বাস পেয়েছিলেন ১০০৯৫ ভোট। বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্য এখান থেকে পেয়েছিলেন ৩২৫৪ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩৬৫ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে সোমা চক্রবর্তীকে। বিজেপির পদ্ম প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঙ্গীতা দে। কংগ্রেস এবার ওই ওয়ার্ডে টিকিট দিয়েছে মানসী দাস নস্করকে। আর বামেরা আরও একবার বাজি রাখছে মঞ্জু করের উপর।
বেহালা-হরিদেবপুর || ওয়ার্ড নম্বর- ১২২ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সোমা চক্রবর্তী |
১৮৫৬৬ |
৬৪,৫৩ |
৫০.৩৩ |
বিজেপি |
সঙ্গীতা দে |
২২১৬ |
৭.৭০ |
১১.৪১ |
বাম |
মঞ্জু কর |
৭২৬৮ |
২৫.২৬ |
৩৫.৪০ |
কংগ্রেস |
মানসী দাস নস্কর |
৩১০ |
১.০৮ |
১.২৮ |
অন্যান্য |
নির্দল |
১৬০ |
০.৫৬ |
১.৫৮ |
বেহালা-হরিদেবপুর || ওয়ার্ড নম্বর- ১২২ (বোরো- ১৩) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
সোমা চক্রবর্তী |
১৪৩৫০ |
৫০.৩৩ |
বিজেপি |
শর্মিষ্ঠা ভট্টাচার্য |
৩২৫৪ |
১১.৪১ |
বাম |
কোয়েল বিশ্বাস |
১০০৯৫ |
৩৫.৪০ |
কংগ্রেস |
রাণু মহাপাত্র |
৩৬৫ |
১.২৮ |
অন্যান্য |
– |
৪৪৪ |
১.৫৮ |