ছোট লালবাড়ির লড়াই
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১২১ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বেহালার (Behala) যদু নগর কলোনি, জয়শ্রী কলোনি, মণ্ডল পাড়া, কলকাতা ব্লাইন্ড স্কুল এবং আশেপাশের বেশ কিছু এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে ভূপেন রায় রোড, বামাচরণ রোড। পূর্বে রয়েছে মহাত্মা গান্ধী রোড এবং রাজা রামমোহন রায় রোড। দক্ষিণেও রয়েছে রাজা রামমোহন রায় রোড এবং পশ্চিম দিক বরাবর চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড।
২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সাল এবং ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন মানিক চট্টোপাধ্যায়। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৬৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী আশিস মণ্ডল পেয়েছিলেন ৬১০৯ ভোট। বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ মাইতি এখান থেকে পেয়েছিলেন ৩৯৭৯ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৪৯৯ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে রূপর গঙ্গোপাধ্যায়কে। বিজেপির পদ্ম প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দ্রভান সিংহ। কংগ্রেস এবার ওই ওয়ার্ডে টিকিট দিয়েছে কৌস্তভ ভট্টাচার্যকে। আর বামেরা আরও একবার বাজি রাখছে আশিস মণ্ডলের উপর।
বেহালা-জাদুনগর কলোনি || ওয়ার্ড নম্বর- ১২১ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
রূপক গঙ্গোপাধ্যায় |
১০৪৮৪ |
৬০.০৩ |
৪০.৯৮ |
বিজেপি |
চন্দ্রভান সিংহ |
১৫৮৬ |
৯.১৫ |
২১.৩৪ |
বাম |
আশিস মণ্ডল |
৪৭২০ |
২৭.০৩ |
৩২.৭৭ |
কংগ্রেস |
কৌস্তভ ভট্টাচার্য |
৪৬৩ |
২.৬৫ |
২.৬৭ |
অন্যান্য |
– |
– |
– |
২.২৪ |
বেহালা-জাদুনগর কলোনি || ওয়ার্ড নম্বর- ১২১ (বোরো- ১৪) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
মানিক চট্টোপাধ্যায় |
৭৬৩৮ |
৪০.৯৮ |
বিজেপি |
ইন্দ্রজিৎ মাইতি |
৩৯৭৯ |
২১.৩৪ |
বাম |
আশিস মণ্ডল |
৬১০৯ |
৩২.৭৭ |
কংগ্রেস |
জয়দীপ মুখোপাধ্যায় |
৪৯৯ |
২.৬৭ |
অন্যান্য |
– |
৪১২ |
২.২৪ |