ছোট লালবাড়ির লড়াই
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১১৯ নম্বর ওয়ার্ড। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের (Behala Paschim Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বেহালার (Behala) জেমস লং সরণি, সাহাপুর, রেলওয়ে কলোনি এবং আশেপাশের বেশ কিছু এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে নিউ আলিপুর ব্লক কে। পূর্বে রয়েছে জয় কৃষ্ণ পাল রোড, সাহাপুর মেইন রোড। দক্ষিণে রয়েছে রায় বাহাদুর এ সি রায় রোড এবং পশ্চিম দিক বরাবর চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড।
এই ওয়ার্ডটি এক কথায় তৃণমূলের শক্ত দূর্গে পরিণত হয়েছে। ২০০৫ সাল, ২০১০ সাল এবং ২০১৫ সাল – তিন বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৫১৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী মিতা চট্টোপাধ্যায় পেয়েছিলেন ২০৯১ ভোট। বিজেপি প্রার্থী যশবীর কউর পেয়েছিলেন ২১৮৮ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৫০৬ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে কাকলি বাগকে। বিজেপির পদ্ম প্রতীকে তৃণমূলকে টেক্কা দিতে তৈরি রাখি চট্টোপাধ্যায়।
বেহালা-জেমস লঙ সরণি || ওয়ার্ড নম্বর- ১১৯ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
কাকলি বাগ |
৬৬৯৭ |
৭৫.০১ |
৫১.২২ |
বিজেপি |
রাখি চট্টোপাধ্যায় |
১৮২৫ |
২০.৫০ |
২১.৭৭ |
বাম |
– |
– |
– |
২০.৮০ |
কংগ্রেস |
দীপা বাগড়ে |
২৫৪ |
২.৮৫ |
৫.০৩ |
অন্যান্য |
ঋতু ভক্ত |
১৪৬ |
১.৬৪ |
১.১৮ |
বেহালা-জেমস লঙ সরণি || ওয়ার্ড নম্বর- ১১৯ (বোরো- ১৩)|| ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
অশোক মণ্ডল |
৫১৪৮ |
৫১.২২ |
বিজেপি |
যশবীর কউর |
২১৮৮ |
২১.৭৭ |
বাম |
মিতা চট্টোপাধ্যায় |
২০৯১ |
২০.৮০ |
কংগ্রেস |
মৌসুমি গাঙ্গুলি |
৫০৬ |
৫.০৩ |
অন্যান্য |
– |
১১৬ |
১.১৮ |