KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৫৭ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। ট্যাংরা (মুন্সী বাজার-ক্যানাল সাউথ রোড-মেট্রোপলিটন হাউজিং), চিংড়িঘাটা (শান্তি নগর) এবং পূর্ব কলকাতা বেশ কিছু এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।
২০০৫ সালে ৫৭ নম্বর ওয়ার্ডটি সিপিএমের দখলে থাকলেও ২০১০ সালের পুরভোটে এই ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়ী হয়। ২০১৫ সালের ভোটে ক্ষমতা ধরে রাখে ঘাসফুল।
৫৭ নম্বর ওয়ার্ডের উত্তরে বেলেঘাটা রোড ও বেলেঘাটা খাল। পূর্বদিকে নতুন খাল। দক্ষিণে গুড়িয়াপাড়া রোড। পশ্চিমদিকে বেলেঘাটা রোড ও পালমের বাজার রোড। কলকাতা পুলিশের বেনিয়াপুকুর, তিলজলা ও ট্যাংরা থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে।
কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তোপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। অন্যদিকে উল্টোডাঙা মহিলা থানার এক্তিয়ারভুক্ত সমস্ত পুলিশ জেলা (ইস্টার্ন সাবআর্বান ডিভিশন) বেলেঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙা, উল্টোডাঙা, ট্যাংরা ও ফুলবাগান।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৪৯,৮৫৬ জন। এর মধ্যে ২৬,১৪২ পুরুষ। ২৩,৭১৪ মহিলা।
২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সিপিআইএমের বীরেন চক্রবর্তী। ২০১০ সালের ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জীবনকুমার সাহা জয়ী হন। ২০১৫ সালেও তৃণমূলের প্রতীকে জেতেন জীবনকুমার সাহা।
২০২১ সালের পুরভোটে ৫৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জীবনকুমার সাহা। বিজেপি প্রার্থী মিলন ধেরে। সিপিএম প্রার্থী দিলীপ পোদ্দার। কংগ্রেস প্রার্থী আফরোজ আলম।
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৫৭ (বোরো- ৭) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | জীবন সাহা | ৩০০২৪ | ৯০.৮০ | ৮০.৮৯ |
বিজেপি | মিলন দেরে | ১১৮৬ | ৩.৫৯ | ৭.১৩ |
বাম | দিলীপ পোদ্দার | ১১৪০ | ৩.৪৫ | ৯.৭৬ |
কংগ্রেস | আফরোজ আলম | ৪৮৩ | ১.৪৬ | ১.৩২ |
অন্যান্য | – | – | – | ০.৯০ |
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৫৭ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | জীবন সাহা | ২৪,০৮৮ | ৮০.৮৯ |
বিজেপি | সুধীর কুমার পাণ্ডে | ২,১২৪ | ৭.১৩ |
বাম | বাবলু কর | ২,৯০৭ | ৯.৭৬ |
কংগ্রেস | সুজাতা ব্যানার্জি | ৩৯৪ | ১.৩২ |
অন্যান্য | – | ২৬৪ | ০.৯০ |