KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৭২ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৮ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে পদ্মপুকুর রোডের একাংশ, শরৎ বসু রোড, ভবানীপুর (চক্রবেড়িয়া, পদ্মপুকুর, বকুলবাগান অংশ)।
২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন। ২০১৫ সালের পুরভোটে তৃণমূল প্রার্থী ১ হাজার ৮২ ভোটের ব্যবধানে জয়ী হন। এই ওয়ার্ডটি এবারের পুরভোটে খুবই তাৎপর্যপূর্ণ। এখান থেকেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এক সময় তৃণমূল করা নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়।
ওয়ার্ড নম্বর ৭২-এর উত্তর দিকে চক্রবেড়িয়া রোড দক্ষিণ ও পদ্মপুকুর রোড। পূর্বদিকে শরৎ বসু রোড। দক্ষিণ দিকে হাজরা রোড, পশ্চিম দিকে আশুতোষ মুখার্জি রোড ও এসপি মুখার্জি রোড। কলকাতা পুলিশের ভবানীপুর থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। টালিগঞ্জ মহিলা থানার (সাউথ ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর, কালীঘাট, টালিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর ও চেতলা।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৯,১৬৭ জন। এর মধ্যে ১০,১৬০ পুরুষ। ৯,০০৭ মহিলা।
২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সন্দীপরঞ্জন বক্সী। বিজেপি প্রার্থী রুমা নন্দন। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সেন। বামপ্রার্থী সিপিআইএমের প্রকাশ ভট্টাচার্য।
ভবানীপুর || ওয়ার্ড নম্বর- ৭২ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সন্দীপ রঞ্জন বক্সী | ৪৬৮৩ | ৫০.৬৪ | ৪৪.৫৫ |
বিজেপি | রুমা নন্দন | ১০৪২ | ১১.২৭ | ৩৫.৪৯ |
বাম | প্রকাশ ভট্টাচার্য | ৩৯৫ | ৪.২৭ | ১৪.৬০ |
কংগ্রেস | প্রসেঞ্জিত সেন | ৬৪ | ০.৬৯ | ২.৫৩ |
অন্যান্য | – | – | – | ২.৮৩ |
ভবানীপুর || ওয়ার্ড নম্বর- ৭২ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সন্দীপ রঞ্জন বক্সী | ৫,৩২৩ | ৪৪.৫৫ |
বিজেপি | ওম প্রকাশ মিশ্র | ৪,২৪১ | ৩৫.৪৯ |
বাম | শ্রীজীব বিশ্বাস | ১,৭৪৪ | ১৪.৬০ |
কংগ্রেস | আত্মজ্যোতি মিত্র | ৩০২ | ২.৫৩ |
অন্যান্য | – | ৩৩৮ | ২.৮৩ |