Ward 62 Chowrangee KMC Election Result 2021 LIVE: সংরক্ষণের গেঁড়োয় প্রার্থী হতে পারলেন না তিনবারের ‘চেনা কাউন্সিলর’

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 7:04 PM

KMC Election Result 2021, Ward 62 Chowrangee LIVE Counting: ৬২ নম্বর ওয়ার্ডটি কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট এবং তালতলা থানার আওতাভুক্ত একটি ওয়ার্ড।

Ward 62 Chowrangee KMC Election Result 2021 LIVE: সংরক্ষণের গেঁড়োয় প্রার্থী হতে পারলেন না তিনবারের চেনা কাউন্সিলর
কলকাতা পুরভোট ২০২১।

Follow Us

কলকাতা: ৬২ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে তালতলার (রিপন স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিট) একটি অংশ, মৌলালি।

২০০৫ সালে ৬২ নম্বর ওয়ার্ডে জয়ী হয় কংগ্রেস। পরের পুরভোট অর্থাৎ ২০১০ সালে জয়ী হয় তৃণমূল। ২০১৫ সালেও জয়ী হয় তৃণমূল কংগ্রেস।

৬২ নম্বর ওয়ার্ডের ডানদিকে মারক্যুইস স্ট্রিট, হাজি মহম্মদ মহসিন স্কোয়ার, দেদার বক্স লেন, তালতলা লেন, আবদুল হালিম লেন। পূর্ব দিকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড। দক্ষিণ দিকে মুজফ্ফর আহমেদ স্ট্রিট এবং পশ্চিম দিকে রফি আহমেদ কিডওয়াই স্ট্রিট রয়েছে।

৬২ নম্বর ওয়ার্ডটি কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট এবং তালতলা থানার আওতাভুক্ত একটি ওয়ার্ড। টালিগঞ্জ মহিলা থানার (সাউথ ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর, কালীঘাট, টালিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর ও চেতলা। তালতলা মহিলা থানার আওতাধীন সমস্ত পুলিশ জেলা (সেন্ট্রাল ডিভিশন) যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউ মার্কেট, তালতলা ও পোস্তা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩৪,৮৩২ জন। এর মধ্যে ১৮,৭৩৬ পুরুষ। ১৬,০৯৬ মহিলা।

২০০৫ সালে এই ওয়ার্ডে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইকবাল আহমেদ। ২০১০ সালে তিনিই তৃণমূলের হয়ে ভোটে লড়েন। জয়ী হন ইকবাল আহমেদ। ২০১৫ সালেও কলকাতা পুরভোটে জয়ী হন ইকবাল আহমেদ।

তবে এবার ২০২১ সালের পুরভোটে ৬২ নম্বর ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত। ফলে এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল হয়েছে। ঘাসফুল প্রতীকে লড়ছেন সানা আহমেদ। বিজেপি প্রার্থী সাহিনা খাতুন। কংগ্রেস প্রার্থী তারান্নুম জাহান।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৬২ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সানা আহমেদ ২০২৫৪  ৮৪.২১ ৮১.৪৫
বিজেপি সাহিনা খাতুন ২৬৩ ১,০৯
বাম ৬.১৬
কংগ্রেস তরান্নুম জাঁহান ৩৩৩৫ ১৩.৮৭ ১১.৩২
অন্যান্য ১.০৭

 

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৬২ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সানা আহমেদ ১৮,৩৬৪  ৮১.৪৫
বিজেপি
বাম আলেয়া হুদা ১,৩৮৮ ৬.১৬
কংগ্রেস সাবিউন্বেষা হক ২,৫৫৩ ১১.৩২
অন্যান্য ২৪১ ১.০৭
Next Article