Ward 50 Chowranghee KMC Election Result 2021 LIVE: জোর টক্কর ৫০-এ! এবার বিজেপির হয়ে লড়ছেন সজল ঘোষ, ওদিকে হ্যাট্রিকের দৌড়ে তৃণমূল প্রার্থী

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 6:37 PM

KMC Election Result 2021, Ward 50 Chowranghee LIVE Counting: গত দুই পুরভোটে এই ওয়ার্ড দখলে রেখেছে তৃণমূল। ২০১০ সালের পর ২০১৫ সালেও এখানে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মৌসুমী দে।

Ward 50 Chowranghee KMC Election Result 2021 LIVE: জোর টক্কর ৫০-এ! এবার বিজেপির হয়ে লড়ছেন সজল ঘোষ, ওদিকে হ্যাট্রিকের দৌড়ে তৃণমূল প্রার্থী
কলকাতা পুরসভা।

Follow Us

কলকাতা: ৫০ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বউবাজার ও মৌলালি অঞ্চলের কিছু অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

গত দুই পুরভোটে এই ওয়ার্ড দখলে রেখেছে তৃণমূল। ২০১০ সালের পর ২০১৫ সালেও এখানে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মৌসুমী দে। এর আগে কংগ্রেসের দখলে ছিল ওয়ার্ডটি।

এই ওয়ার্ডের উত্তর দিকে বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট, পূর্ব দিকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও বিদ্যাপতি সেতুর কিছুটা অংশ, দক্ষিণ দিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোড এবং পশ্চিম দিকে শশীভূষণ দে স্ট্রিট। মুচিপাড়া থানার আওতায় এই এলাকা। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলার আওতাধীন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৭,২৫১ জন। এর মধ্যে ৯,০৮৭ পুরুষ। ৮,১৬৪ মহিলা।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদীপকুমার ঘোষ। ২০১০ সালের পুরভোটে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মৌসুমী দে। ২০১৫ সালের পুরভোটেও জয়ী হন মৌসুমী দে।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন সেই মৌসুমী দে। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন সজল ঘোষ। কংগ্রেস প্রার্থী মানস সরকার।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫০ (বোরো- ৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মৌসুমী দে ৩৪৯৯ ৪০.১১ ৩৯.৩৯
বিজেপি সজল ঘোষ ৪৫৫২  ৫২.১৮ ২৯.৮৬
বাম ৭.০৯
কংগ্রেস মানস সরকার ৫৮২ ৬.৬৭ ২২.২৫
অন্যান্য ১.৪১

 

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫০ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মৌসুমী দে ৩,৯৪৬ ৩৯.৩৯
বিজেপি কাজল ঘোষ রায় ২,৯৯১ ২৯.৮৬
বাম রুমা দাস ৭১০ ৭.০৯
কংগ্রেস চামেলি সরকার ২,২২৯ ২২.২৫
অন্যান্য ১৪২ ১.৪১
Next Article