KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৫২ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। তালতলা ও জানবাজার অঞ্চলের কিছু অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।
২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে তৃণমূলের ক্ষমতা রয়েছে। পর পর তিনবারের পুরভোটেই এই ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূলের প্রার্থী জয়ী হন।
৫২ নম্বর ওয়ার্ডের উত্তরে লেনিন সরণি। পূর্বদিকে রফি আহমেদ কিদওয়াই রোড। পশ্চিমদিকে রানি রাসমণি স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট। দক্ষিণ দিকে মার্কুইস স্ট্রিট। তালতলা থানা ও নিউ মার্কেট থানার আওতায় এই ওয়ার্ড। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলার আওতাধীন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তা।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৬,৮৬৯ জন। এর মধ্যে ১০,২০৫ পুরুষ। ৬,৬৬৪ মহিলা।
২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীতা সাহা। ২০১০ সালের পুরভোটেও জয়ী হন সুনীতা সাহা। ২০১৫ সালের পুরভোটে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তৃণমূলের সন্দীপন সাহা।
২০২১ সালের পুরভোটে ৫২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সোহিনী মুখোপাধ্যায়। বিজেপি প্রার্থী কামিনী সান্তানি খটিক। কংগ্রেস প্রার্থী অপর্ণা সাহা। বামেদের মুখ ফরওয়ার্ড ব্লকের রুকসানা বেগম।
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫২ (বোরো- ৬) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সোহিনী মুখার্জি | ৬৬৯৩ | ৬৮.৭৯ | ৬৬.৩৫ |
বিজেপি | কামিনী সামতানি | ২৩১৫ | ২৩.৭৯ | ১৮.৮৯ |
বাম | রুকসানা বেগম | ১৮৯ | ১.৯৪ | ১.২০ |
কংগ্রেস | অপর্ণা সাহা | ৪৮৯ | ৫.০৩ | ৪.৮৩ |
অন্যান্য | – | – | – | ৮.৭৩ |
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫২ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সন্দীপন সাহা | ৭,০০৫ | ৬৬.৩৫ |
বিজেপি | রাজেন্দ্র কুমার গুপ্তা | ১,৯৯৪ | ১৮.৮৯ |
বাম | শেখ নজরুল ইসলাম | ১২৭ | ১.২০ |
কংগ্রেস | মনোহর সোনকার | ৫১০ | ৪.৮৩ |
অন্যান্য | – | ৯২১ | ৮.৭৩ |