Ward 55 Entally KMC Election Result 2021 LIVE: নির্দলের সেই সবিতারানি এবার তৃণমূলের প্রতীকে

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 6:49 PM

KMC Election Result 2021, Ward 55 Entally LIVE Counting: ২০২১ সালের ৫৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সবিতারানি দাস। বিজেপি প্রার্থী অমৃতা ঘোষ।

Ward 55 Entally KMC Election Result 2021 LIVE: নির্দলের সেই সবিতারানি এবার তৃণমূলের প্রতীকে
কলকাতা পুরসভা।

Follow Us

কলকাতা: ৫৫ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। শিয়ালদহ এবং এন্টালি এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।

২০০৫ সালে কলকাতা পুরসভার ভোটে এই ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থী সবিতারানি দাস। ২০১০ সালের পুরভোটে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জয়ী হন। তবে ২০১৫ সালে এই ওয়ার্ডে নির্বাচিত হন তৃণমূলের প্রতিনিধি।

৫৫ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে বেলেঘাটা রোড এবং গুরিয়াপা রোড, পূর্বদিকে পালমার বাজার রোড, কনভেন্ট লেন এবং ইস্টার্ন রেলওয়ে লাইন। ক্রিস্টোফার রোড দক্ষিণ দিকে। পশ্চিমে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, ডাক্তার লাল মোহন ভট্টাচার্য রোড এবং ডাক্তার সুরেশ সরকার রোড। বেনিয়াপুকুর থানা ও এন্টালি থানার এক্তিয়ারভুক্ত এই ওয়ার্ড।

কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তোপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। অন্যদিকে উল্টোডাঙা মহিলা থানার এক্তিয়ারভুক্ত সমস্ত পুলিশ জেলা (ইস্টার্ন সাবআর্বান ডিভিশন) বেলেঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙা, উল্টোডাঙা, ট্যাংরা ও ফুলবাগান।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩২,২৫৪ জন। এর মধ্যে ১৭,৪৫০ পুরুষ। ১৪,৮০৪ মহিলা।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থী সবিতারানি দাস। ২০১০ সালের পুরভোটে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী অরুণ কুমার দাস জয়ী হন। তবে ২০১৫ সালে এই ওয়ার্ডে নির্বাচিত হন তৃণমূলের প্রতিনিধি অরুণ কুমার দাস।

২০২১ সালের ৫৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সবিতারানি দাস। বিজেপি প্রার্থী অমৃতা ঘোষ। সিপিএম প্রার্থী চৈতালী ভৌমিক নায়ার। কংগ্রেস প্রার্থী ডরোথি দেওয়ান।

এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৫ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সবিতা রাণী দাস ১৩৫৬২ ৭৬.৬২ ৭৩.৯৯
বিজেপি অমৃতা ঘোষ ২৩৪৭ ১৩.২৬ ১৩.২৪
বাম চৈতালী ভৌমিক নায়ার ৬৩৭ ৩.৬০ ৪.০৭
কংগ্রেস ডরোথি দেওয়ান ৯৫০ ৫.৩৬ ৭.৪৬
অন্যান্য ১.২৪

 

এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৫ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অরুণকুমার দাস ১৪,২৩৪ ৭৩.৯৯
বিজেপি দিলীপ কুমার রাম ২,৫৪৭ ১৩.২৪
বাম হাবিবুর রহমান খান ৭৮৪ ৪.০৭
কংগ্রেস সাজেব ফিরদৌস ১,৪৩৬ ৭.৪৬
অন্যান্য ২৩৬ ১.২৪
Next Article