Ward 56 Entally KMC Election Result 2021 LIVE: ৫৬ নম্বর ওয়ার্ডে ফের সিপিএমের মুখ জয়শ্রী দেব নন্দী

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 6:52 PM

KMC Election Result 2021, Ward 56 Entally LIVE Counting: ২০২১ সালে তৃণমূলের প্রার্থী স্বপন সমাদ্দার। বিজেপি প্রার্থী তপন সামন্ত।

Ward 56 Entally KMC Election Result 2021 LIVE: ৫৬ নম্বর ওয়ার্ডে ফের সিপিএমের মুখ জয়শ্রী দেব নন্দী
কলকাতা পুরসভা।

Follow Us

কলকাতা: ৫৬ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। মধ্য কলকাতার এন্টালি এবং ট্যাংরা (সিল লেন) এলাকার কিছু অংশ নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।

২০০৫ সালে ৫৬ নম্বর ওয়ার্ডটি সিপিএমের দখলে থাকলেও ২০১০ সালের পুরভোটে এই ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়ী হয়। ২০১৫ সালের ভোটে ক্ষমতা ধরে রাখে ঘাসফুল।

৫৬ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে কনভেন্ট রোড, দেবেন্দ্র চন্দ্র দে রোড এবং গোবিন্দচন্দ্র খটিক রোড। পূর্বদিকে ইস্টার্ন রেলওয়ের কাঁকুরগাছি কর্ড লাইন। দক্ষিণ দিকে ক্রিস্টোফার রোড এবং পশ্চিমদিকে পূর্ব রেলের লাইন। কলকাতা পুলিশের এন্টালি থানার আওতাধীন এই ওয়ার্ড। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তোপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। অন্যদিকে উল্টোডাঙা মহিলা থানার এক্তিয়ারভুক্ত সমস্ত পুলিশ জেলা (ইস্টার্ন সাবআর্বান ডিভিশন) বেলেঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙা, উল্টোডাঙা, ট্যাংরা ও ফুলবাগান।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৪৩,৬২২ জন। এর মধ্যে ২৩,০১৮ পুরুষ। ২০,৬০৪ মহিলা।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সিপিআইএমের জয়শ্রী দেব নন্দী। ২০১০ সালের ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দীপালি দাস জয়ী হন। ২০১৫ সালেও তৃণমূলের প্রতীকে জেতেন দীপালি দাস।

২০২১ সালে তৃণমূলের প্রার্থী স্বপন সমাদ্দার। বিজেপি প্রার্থী তপন সামন্ত। সিপিএমের প্রার্থী জয়শ্রী দেব নন্দী। কংগ্রেস প্রার্থী সমীর আলম।

এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৬ (বোরো- ৭) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল স্বপন সমাদ্দার ১৮৮২৮  ৭৩.১৬ ৪৪.২৫
বিজেপি তপন সামন্ত ১৫৩১  ৫.৯৫ ১০.২৯
বাম জয়শ্রী দেব নন্দী ১৬৭১ ৬.৪৯ ১৬.৯৭
কংগ্রেস সমীর আলম ৪৮৩ ১.৪৬ ২১.৫৫
অন্যান্য ১.২৪

 

এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৬ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল দীপালি দাস ১০,২৯০ ৪৪.২৫
বিজেপি আদিত্য মুখার্জি (মৈত্র) ২,৩৯৬ ১০.২৯
বাম চৈতালী ভৌমিক নায়ার ৩,৯৪৬ ১৬.৯৭
কংগ্রেস ফতেমা অঞ্জুম ৫,০১১ ২১.৫৫
অন্যান্য ২৩৬ ১.২৪
Next Article