KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১০২ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুরের একাংশ। তার মধ্যে রয়েছে কেপিসি মেডিকেল কলেজ এবং হাসপাতাল (KPC Medical College and Hospital), রামকৃষ্ণ পল্লি, সেন্ট্রাল পার্ক, কামারপাড়া।
এছাড়া বাঘাযতীনের (Baghajatin) কিছুটা অংশও রয়েছে ১০২ নম্বর ওয়ার্ডের মধ্যে। যেমন – চিত্তরঞ্জন কলোনি, কাজিপাড়া, পশ্চিম রাজাপুর। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তর দিকে রয়েছে যাদবপুর স্টেশন রোড। পূর্ব দিকে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইন। দক্ষিণে রয়েছে বাঘাযতীন স্টেশন রোড এবং পশ্চিম দিক বরাবর গিয়েছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড।
ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পরেও এটি এক কথায় বামেদের দূর্গ হয়েই রয়ে গিয়েছে। ২০১০ সাল এবং ২০১৫ সাল – দুই বারই এই ওয়ার্ডটি নিজেদের দখলে রেখে দিয়েছে বামেরা। ২০১০ সাল এবং ২০১৫ সালের নির্বাচনে এই ওয়ার্ড থেকে জিতেছেন বাম প্রার্থী রিঙ্কু নস্কর। গত পৌর নির্বাচনে রিঙ্কু নস্কর পেয়েছিলেন ৭৩৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জোড়াফুলের প্রার্থী রাহুল চক্রবর্তী। তিনি পেয়েছিলেন ৫১৪৮ ভোট। বিজেপি প্রার্থী বাদল মজুমদার পেয়েছিলেন ৮১১ টি ভোট। আর কংগ্রেসের প্রার্থী অমর ভট্টাচার্য পেয়েছিলেন ১৫৬ ভোট।
এবার ২০২১ সালের পৌরভোটে বামেরা এখান থেকে প্রার্থী করেছে ভাস্বতী গঙ্গোপাধ্যায়কে। তৃণমূলের প্রতীকে লড়ছেন সীমা ঘোষ। বিজেপির প্রার্থী হয়েছেন ইন্দিরা গঙ্গোপাধ্যায়।
যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ১০২ (বোরো- ১২) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সীমা ঘোষ | ৯৪৫৭ | ৬৬.২১ | ৩৭,৮১ |
বিজেপি | ইন্দিরা গঙ্গোপাধ্যায় | ৮৩৯ | ৫.৮৭ | ৫.৯৫ |
বাম | ভাস্বতী গঙ্গোপাধ্যায় | ৩৭১৮ | ২৬.০২ | ৫৪.২০ |
কংগ্রেস | তাপসী গঙ্গোপাঘ্যা | ১২৬ | ০.৮৮ | ১.১৪ |
অন্যান্য | – | – | – | – |
যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ১০২ (বোরো- ১২) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | রাহুল চক্রবর্তী | ৫১৪৮ | ৩৭,৮১ |
বিজেপি | বাদল মজুমদার | ৮১১ | ৫.৯৫ |
বাম | রিঙ্কু নস্কর | ৭৩৭৮ | ৫৪.২০ |
কংগ্রেস | অমর ভট্টাচার্য | ১৫৬ | ১.১৪ |
অন্যান্য | – | – | – |