ছোট লালবাড়ির লড়াই
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৭ নম্বর ওয়ার্ড। কসবা বিধানসভা কেন্দ্রের (Kasba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার তিলজলার কিছুটা অংশ, কসবার পূর্বপাড়া, রাজডাঙা, প্রান্তিক পল্লি, সারদা পল্লি, পূর্বশ্রী পল্লি, রবীন্দ্র পল্লি। এছাড়ার হালতুর কিছুটা অংশ এবং রুবির ইস্ট কলকাতা টাউনশিপও এই ওয়ার্ডের মধ্যে। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে তপসিয়া রোড। পূর্বে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। দক্ষিণে রয়েছে কায়স্থপাড়া রোড এবং পশ্চিমে রয়েছে কসবা রোড।
২০১০ সাল থেকেই এই ওয়ার্ড কার্যত তৃণমূলের দখলে। সেই সময় এখানে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন সুশান্ত কুমার ঘোষ। তারপর ২০১৫ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তিনিই। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৬৯২২ ভোট। বিজেপি প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৩৯৭০ ভোট। আর কংগ্রেসের পেয়েছিল মাত্র ৩৩০ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে লিপিকা মান্নাকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন সোমনাথ দাস। বামেদের প্রার্থী হচ্ছেন গৌতম রায়।
কসবা-রাজডাঙা || ওয়ার্ড নম্বর- ১০৭ (বোরো- ১২) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
লিপিকা মান্না |
– |
– |
৫৪.৯০ |
বিজেপি |
সোমনাথ দাস |
– |
– |
১৫.৫০ |
বাম |
গৌতম রায় |
– |
– |
২৭.০২ |
কংগ্রেস |
|
– |
– |
১.২৮ |
অন্যান্য |
– |
– |
– |
১.৩০ |
কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
সুশান্ত কুমার ঘোষ |
১৪০৬০ |
৫৪.৯০ |
বিজেপি |
সোমনাথ চট্টোপাধ্যায় |
৩৯৭০ |
১৫.৫০ |
বাম |
ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় |
-৬৯২২ |
২৭.০২ |
কংগ্রেস |
মনতোষ বেরা |
৩৩০ |
১.২৮ |
অন্যান্য |
– |
৩৩১ |
১.৩০ |