Ward 67 Kasba KMC Election Result 2021 LIVE: কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ড

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 7:20 PM

KMC Election Result 2021, Ward 67 Kasba LIVE Counting: ২০২১ সালের পুরভোটে ৬৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিজনলাল মুখোপাধ্যায়।

Ward 67 Kasba KMC Election Result 2021 LIVE: কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভা।

Follow Us

কলকাতা: ৬৭ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যে পড়ে জিএস বোস রোড, নিউ বালিগঞ্জ রোড, পি নস্কর লেন।

২০০৫ সালে এই ওয়ার্ডে পুরভোটে জয়ী হয় সিপিএম। ২০১০ সালেও সিপিএমের প্রার্থীই জয়ী হন। ২০১৫ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হন। ২ হাজার ২৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল।

৬৭ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে পিকনিক গার্ডেন রোড। পূর্ব দিকে রাজকৃষ্ণ চ্যাটার্জি রোড। দক্ষিণ দিকে বঙ্কুবিহারী চ্যাটার্জি রোড ও রাজকৃষ্ণ চ্যাটার্জি রোড। পশ্চিম দিকে পূর্ব রেলের লাইন। তিলজলা থানা ও কসবা থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। পাটুলি মহিলা থানার (সাউথ সাব-আরবান ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন নেতাজি নগর, যাদবপুর, কসবা, রিজেন্ট পার্ক, বাঁশদ্রোণী, গরফা ও পাটুলি।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৫৬,২৮৪ জন। এর মধ্যে ২৮,৯১০ পুরুষ। ২৭,৩৭৪ মহিলা।

২০২১ সালের পুরভোটে ৬৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিজনলাল মুখোপাধ্যায়। বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের প্রার্থী দীপু দাস। কংগ্রেস কোনও প্রার্থী এই ওয়ার্ডে দেয়নি।

কসবা || ওয়ার্ড নম্বর- ৬৭ (বোরো- ৭) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল বিজন লাল মুখার্জি ২০৩৫৩ ৫৮.৬৭ ৪৫.৭৪
বিজেপি সন্দীপ ব্যানার্জি ৩৭৮৯ ১০.৯২ ১২.৫৩
বাম দীপু দাস ১০০৬৩ ২৯.০১ ৩৯.০৯
কংগ্রেস মৌমিতা মুখার্জি ৯৫ ১.০৮ ১.৪৫
অন্যান্য

 

কসবা || ওয়ার্ড নম্বর- ৬৭ (বোরো- ৭)|| ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল বিজনলাল মুখার্জি ১৫,৫১০ ৪৫.৭৪
বিজেপি বীনা গুহঠাকুরতা ৪,২৪৯ ১২.৫৩
বাম দীপু দাস ১৩,২৫৫ ৩৯.০৯
কংগ্রেস মৃণাল সরকার ৪৯৩ ১.৪৫
অন্যান্য
Next Article