Ward 118 New Alipore KMC Election Result 2021 LIVE: তারক সিংয়ের ১১৮ নম্বর ওয়ার্ডে পদ্ম ফোটাতে পারবে বিজেপি?

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 23, 2021 | 12:35 AM

KMC Election Result 2021, Ward 118 New Alipore LIVE Counting: ২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সাল এবং ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন তারক সিং।

Ward 118 New Alipore KMC Election Result 2021 LIVE: তারক সিংয়ের ১১৮ নম্বর ওয়ার্ডে পদ্ম ফোটাতে পারবে বিজেপি?
ছোট লালবাড়ির লড়াই

Follow Us

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১১৮ নম্বর ওয়ার্ড। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের (Behala Paschim Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে টালিগঞ্জ সার্কুলার রোডে একটি অংশ – নিউ আলিপুর এবং আশেপাশের এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে সাহাপুর-শীতলাতলা রোড, রজনী মুখোপাধ্যায় রোড এবং এস এন রায় রোড । পূর্বে রয়েছে বুড়োশিবতলা মেইন রোড। দক্ষিণে রয়েছে রায় বাহাদুর এ সি রায় রোড এবং পশ্চিমে রয়েছে বুড়োশিবতলা মেইন রোড।

২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সাল এবং ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন তারক সিং। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭২৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী অজয় অধিকারী পেয়েছিলেন ৪৭৫৪ ভোট। বিজেপি প্রার্থী রতন বিশ্বাস এখান থেকে পেয়েছিলেন ২৩৮৯ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩০৪ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে তারক সিংকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন দীপঙ্কর বণিক। বামেরা এবারে নির্বাচনে এই ওয়ার্ডে বাজি রাখছে সুজয় অধিকারীর উপর। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছে দীপা বাগড়েকে।

নিউ আলিপুর || ওয়ার্ড নম্বর- ১১৮ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল তারক সিং ১০২৭৫  ৭৩.৫৫ ৪৮.৯৯
বিজেপি দীপঙ্কর বণিক ২১১৬  ১৫.১৫ ১৬.০৪
বাম সুজয় অধিকারী ১৪৪৯  ১০.৩৭ ৩১.৯১
কংগ্রেস  ২.০৪
অন্যান্য উত্তম গোস্বামী (নির্দল)  ১৩০   ০.৯৩  ১.০৩

 

নিউ আলিপুর || ওয়ার্ড নম্বর- ১১৮ (বোরো- ১৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল তারক সিং ৭২৯৮ ৪৮.৯৯
বিজেপি রতন বিশ্বাস ২৩৮৯ ১৬.০৪
বাম অজয় অধিকারী ৪৭৫৪ ৩১.৯১
কংগ্রেস চন্দন কুমার ঘোষ ৩০৪ ২.০৪
অন্যান্য ১৪৯ ১.০৩
Next Article