Ward 114 Rajpur-Sonarpur KMC Election Result 2021 LIVE: ১১৪ নম্বর ওয়ার্ডের বাম দুর্গ জয় করা বিশ্বজিতের উপরেই ফের বাজি ধরেছে তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 23, 2021 | 12:18 AM

KMC Election Result 2021, Ward 114 Rajpur-Sonarpur LIVE Counting: কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে বিশ্বজিৎ মণ্ডলকে।

Ward 114 Rajpur-Sonarpur KMC Election Result 2021 LIVE: ১১৪ নম্বর ওয়ার্ডের বাম দুর্গ জয় করা বিশ্বজিতের উপরেই ফের বাজি ধরেছে তৃণমূল
ছোট লালবাড়ির লড়াই

Follow Us

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১১ নম্বর বোরোর অন্তর্গত ১১৪ নম্বর ওয়ার্ড। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Tollygunge Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাশদ্রোণি (Bansdroni), পশ্চিম পুটিয়ারি, কুঁদঘাট, হরিদেবপুর, রাজপুর সোনারপুর (Rajpur-Sonarpur) এবং পূর্ব বেহালার রামকান্তপুর। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে আদি গঙ্গা। পূর্বে রয়েছে বাশদ্রোণি। দক্ষিণে রয়েছে কবরডাঙা,রামকান্তপুর উদয়চল এবং পশ্চিমে রয়েছে কেওড়াপুকুর খাল, হরিদেবপুর এবং পশ্চিম পুটিয়ারি।

২০১০ সালের পৌরভোটে এখানে নিজেদের আসন ধরে রাখতে পেরেছিল বামেরা। কাউন্সিলর ছিলেন বাম প্রার্থী অমল মিত্র। তারপর ২০১৫ সালে এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। তিনি পেয়েছিলেন ১১ হাজার ৭৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী হিমাংশু বিশ্বাস পেয়েছিলেন ৯৬৩৪ ভোট। বিজেপি প্রার্থী রঞ্জিত বিশ্বাস পেয়েছিলেন ১৫৯২ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৬৫৯ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে বিশ্বজিৎ মণ্ডলকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন পার্থ পাল। কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুভাষচন্দ্র বোস এবং বামেদের প্রার্থী হচ্ছেন মোহিত কুমার ভট্টাচার্য।

রাজপুর-সোনারপুর || ওয়ার্ড নম্বর- ১১৪ (বোরো- ১১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল বিশ্বজিৎ মণ্ডল ১৬৭২১  ৬৬.৫২  ৪৯.০৩
বিজেপি পার্থ পাল ২০৮৪ ৮.২৪ ৬.৬৩
বাম মোহিত কুমার ভট্টাচার্য ৫৯৭১ ২৩.৭৯ ৪০.১৬
কংগ্রেস সুভাষচন্দ্র বোস ২০৯  ০.৮৩ ২.৭৪
অন্যান্য ১.৪৪

 

রাজপুর-সোনারপুর || ওয়ার্ড নম্বর- ১১৪ (বোরো- ১১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল বিশ্বজিৎ মণ্ডল ১১৭৬১ ৪৯.০৩
বিজেপি রঞ্জিত বিশ্বাস ১৫৯২ ৬.৬৩
বাম হিমাংশু বিশ্বাস ৯৬৩৪ ৪০.১৬
কংগ্রেস অতনু নস্কর ৬৫৯ ২.৭৪
অন্যান্য ৩৪১ ১.৪৪
Next Article