দেশপ্রিয় পার্ক অঞ্চল নিয়ে এই ওয়ার্ড
কলকাতা: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৫ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে হাজরা রোড ও গরচা লেন। পূর্ব দিকে রয়েছে ডোভার টেরেস ও ডোভার লেন, দক্ষিণে রাসবিহারী অ্যাভিনিউ এবং পশ্চিমে শরৎ বোস রোড। কলকাতা পুলিশের লেক থানা ও গড়িয়াহাট থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮৫ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২৯ হাজার ৫৬৬। বালিগঞ্জের দেশপ্রিয় পার্ক অঞ্চল নিয়েই এই ওয়ার্ড।
এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দেবাশিস কুমার দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার মেয়র পারিষদের দায়িত্বে রয়েছেন। এলাকায় তাই দেবাশিস কুমারের বেশ প্রভাব রয়েছে। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন তিনি। বর্তমানে তিনি বিধায়কও। মনে করা হয়েছিল, তৃণমূলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির জেরে পুরভোট থেকে বাদ পড়তে পারেন তিনি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, এবারও নিজের পুরনো ওয়ার্ডেই টিকিট পেয়েছেন দেবাশিস কুমার। পুরসভায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকেই সম্ভবত গুরুত্ব দিয়েছে দল। দেবাশিস কুমারকে চ্যালেঞ্জ করতে রুবি মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি আর বামেরা টিকিট দিয়েছে গোবিন্দ নস্করকে।
বালিগঞ্জ-দেশপ্রিয় পার্ক|| ওয়ার্ড নম্বর- ৮৫ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
দেবাশিস কুমার (দেবা) |
১১৪১৬ |
৭৮.৯৪ |
৬১.৬৮% |
বিজেপি |
রুবী মুখার্জি |
১৪৫২ |
১০.০৪ |
২৫.৫৫% |
বাম |
গোবিন্দ নস্কর |
১১৩৫ |
৭.৮৫ |
৬.৭৭% |
কংগ্রেস |
জয়দেব ভৌমিক |
২৬৭ |
১.৮৫ |
৩.৩১% |
অন্যান্য |
– |
১৪৯ |
১.০০ |
২.৭৮% |
বালিগঞ্জ-দেশপ্রিয় পার্ক|| ওয়ার্ড নম্বর- ৮৫ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
দেবাশিস কুমার |
৯,৭৬৮ |
৬১.৬৮% |
বিজেপি |
শশী অগ্নিহোত্রী |
৪,০৪৭ |
২৫.৫৫% |
বাম |
অরুণ কুমার চট্টোপাধ্যায় |
১,০৫৭ |
৬.৭৭% |
কংগ্রেস |
দীপ সুন্দর মুখোপাধ্যায় |
৫২৪ |
৩.৩১% |
অন্যান্য |
– |
৪৪০ |
২.৭৮% |