কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৬ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে হাজরা রোড। পূর্ব দিকে রয়েছে লীলা রায় সরণি এবং গড়িয়াহাট রোড, দক্ষিণে সাদার্ন অ্যাভিনিউ ও পশ্চিমে গড়চা লেন। কলকাতা পুলিশের লেক থানা ও গড়িয়াহাট থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮৬ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ১৯ হাজার ১৯৫। লেক টেরেস, কেয়াতলা, হিন্দুস্তান পার্ক অঞ্চল নিয়েই এই ওয়ার্ড।
কলকাতার পুর নির্বাচনে এবার ৮৬ নম্বর ওয়ার্ডের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলরের সদ্য দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে। আর তাঁর স্বামীর প্রার্থী পদ নিয়ে বিজেপির অন্দরেও বিদ্রোহ দেখা দিয়েছে। আগে এই ওয়ার্ড তৃণমূলের হাতে থাকলেও ২০১৫ তে জয়ী হন বিজেপির তিস্তা বিশ্বাস। কিছুদিন আগে দুর্ঘটনায় তাঁর মৃত্য়ু হয়। মনে করা হয়েছিল তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে এবার ওই ওয়ার্ডে প্রার্থী করবে বিজেপি। কিন্তু তালিকায় প্রকাশ পেতে দেখা য়ায়, নাম নেই গৌরবের। দলের একাংশ এতে ক্ষোভ প্রকাশ করে। এই ওয়ার্ড থেকে গৌরব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁকে সমর্থনের বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন রাজর্ষি লাহিড়ী ও সৌরভ বসু এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
বালিগঞ্জ-হিন্দুস্তান পার্ক || ওয়ার্ড নম্বর- ৮৬ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সৌরভ বসু (বাপ্পা) |
৫৩৮৩ |
৬৭.১৫ |
৩৯.৩৮% |
বিজেপি |
রাজর্ষি লাহিড়ি |
৯৭৩ |
১২.১৪ |
৪০.৬৩% |
বাম |
– |
– |
– |
১৬.৯৯% |
কংগ্রেস |
দ্বারকা কুমার ঘোষ |
১৬০ |
২.০০ |
২.৯৯% |
অন্যান্য |
গৌরব বিশ্বাস (নির্দল) |
১৫০০ |
১৮.৭১ |
– |
বালিগঞ্জ-হিন্দুস্তান পার্ক || ওয়ার্ড নম্বর- ৮৬ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
সোমা নস্কর |
৩৪৬২ |
৩৯.৩৮% |
বিজেপি |
তিস্তা বিশ্বাস |
৩৫৭২ |
৪০.৬৩% |
বাম |
সুস্মিতা দাস |
১৪৯৪ |
১৬.৯৯% |
কংগ্রেস |
সুমিতা মণ্ডল |
২৬৩ |
২.৯৯% |
অন্যান্য |
– |
– |
– |