KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩২ নম্বর ওয়ার্ডটি ১৪ নম্বর বরোর অংশ। বেহালার নস্করপাড়া, বড় বাগান, পাঠকপাড়ার কিছু অংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে সিপিটি ক্যানেল। দক্ষিণে উপেন্দ্র ব্যানার্জি রোড। পূর্বে রয়েছে ডায়মন্ড হারবার রোড এবং পশ্চিমে বনমালি নস্কর রোড।
গত পুরসভা ভোটের ফলাফল: ডানপন্থী প্রভাবিত এই ওয়ার্ডটিতে ২০০৫ সালে কাউন্সিলর হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আবার ২০১০ সালে সংশ্লিষ্ট ওয়ার্ডে জিতে কাউন্সিলর হন সঞ্চিতা মিত্র। পরের বারও তিনি জেতেন। এবার তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। জিতলেই হ্যাটট্রিক।
২০২১ পুরসভা ভোট: ভোটের আগেই মাঠ ছেড়েছেন কলকাতা দুই বিজেপি প্রার্থী। তিলোত্তমার ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ান ১৩৩ নম্বর ওয়ার্ডের গেরুয়া প্রার্থী সদানন্দ পাঠক। আর ১৩৪ নম্বরের প্রার্থী মুমতাজ আলি। এদিকে তৃণমূল টিকিট দিয়েছে সঞ্চিতা মিত্রকে। সিপিএম ১৩২ নম্বর ওয়ার্ডে টিকিট দিয়েছে মিতা ঘোষকে।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
বেহালা-নস্করপাড়া || ওয়ার্ড নম্বর- ১৩২ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সঞ্চিতা মিত্র | ৯০৮৫ | ৬০.২৯ | ৪৬.৩৮ |
বিজেপি | সুতপা গুপ্ত | ২০৩৮ | ১৩.১৫ | ২১.২৪ |
বাম | মিতা ঘোষ | ২৮৩৫ | ১৮.৮১ | ২৮.৯৯ |
কংগ্রেস | পিয়া রায় | ২৫৩ | ১.৬৮ | ২.১৫ |
অন্যান্য | নির্দল | ৯৯ | ০.৬৬ | ১.২৪ |
বেহালা-নস্করপাড়া || ওয়ার্ড নম্বর- ১৩২ (বোরো- ১৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সঞ্চিতা মিত্র | ৭৪৪১ | ৪৬.৩৮ |
বিজেপি | সুতপা গুহ | ৩৪০৭ | ২১.২৪ |
বাম | শুক্লা ঘোষাল | ৪৬৫০ | ২৮.৯৯ |
কংগ্রেস | শুক্লা রায় | ৩৪৫ | ২.১৫ |
অন্যান্য | ১৯৯ | ১.২৪ |