KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৪৭ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বউবাজার, চাঁদনী চক, ধর্মতলার অঞ্চল নিয়ে এই ওয়ার্ডটি গঠিত।
৪৭ নং ওয়ার্ডের উত্তরে ডঃ ললিত ব্যানার্জি সরণি এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট, পূর্বে কলেজ স্ট্রিট এবং নির্মল চন্দ্র স্ট্রিট, দক্ষিণে লেনিন সরণি এবং গণেশ চন্দ্র অ্যাভিনিউ, এবং পশ্চিমে চাঁদনী চক স্ট্রিট খাইরু প্লেস, বো স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ।
এই ওয়ার্ডটি কলকাতা পুলিশের বউবাজার থানার অন্তর্গত। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৪,৬৪৮ জন। ২০০৫ সালে এই ওয়ার্ডের ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় জনতা দল। ২০১০ সালেও এই দলই ক্ষমতায় রাখে ওয়ার্ডটিকে। ২০১৫ সালে এই ওয়ার্ড নিজেদের দখলে নেয় তৃণমূল। কাউন্সিলর হন সুমন সিং।
২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন বিমল সিং, বিজেপির টিকিটে লড়ছেন চিত্রা পাল বসোনিয়া।
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৭ (বোরো- ৬) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | বিমল সিং | ৫০৫৩ | ৬৭.৫৩ | ৪৫.০২ |
বিজেপি | চিত্রা পাল(বোসামিয়া) | ১৯৩৮ | ২৫.৯০ | ২১.০৫ |
বাম | – | – | – | ৬.১৯ |
কংগ্রেস | মহম্মদ আলি | ৩১০ | ৪.১৪ | ২৫.৯৬ |
অন্যান্য | – | – | – | ১.৭৮ |
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৭ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সুমন সিং | ৩,৮৮০ | ৪৫.০২ |
বিজেপি | শ্বেতা সিনহা | ১,৮১৪ | ২১.০৫ |
বাম | যুথিকা বরুয়া | ৫৩৪ | ৬.১৯ |
কংগ্রেস | চিত্রা পাল | ২,২৩৮ | ২৫.৯৬ |
অন্যান্য | – | ১৫৩ | ১.৭৮ |