Ward 92 Dhakuria-Selimpur KMC Election Result 2021 LIVE: বামেদের শক্ত ঘাঁটি, তিনবারের কাউন্সিলর মধুছন্দাই শাসকদলের কাছে চ্যালেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 10:11 PM

KMC Election Result 2021, Ward 92 Dhakuria-Selimpur LIVE Counting: বামেদের অন্যতম ভরসার জায়গা এই ৯২ নম্বর।

Ward 92 Dhakuria-Selimpur KMC Election Result 2021 LIVE: বামেদের শক্ত ঘাঁটি, তিনবারের কাউন্সিলর মধুছন্দাই শাসকদলের কাছে চ্যালেঞ্জ

Follow Us

কলকাতা: কসবা বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯২ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে শরৎ ঘোষ গার্ডেন রোড, বজবজ শাখার রেল লাইন। পূর্ব দিকে রয়েছে কালীপদ রায় লেন, ঝিল রোড, দক্ষিণে যাদবপুর স্টেশন রোড, গড়ফা রোড ও পশ্চিমে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড এবং গড়িয়াহাট রোড। ওয়ার্ডটি কলকাতা পুলিশের কসবা ও যাদবপুর থানা এলাকার মধ্যে অবস্থিত। মূলত ঢাকুরিয়া, গড়ফা, যাদবপুরের বেশ কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩৬ হাজার ৪৫০।

দীর্ঘদিন ধরেই এটি বামেদের হাতে থাকা একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে পরপর তিনবার কাউন্সিলর হয়েছেন সিপিএম নেত্রী মধুছন্দা দেব। কাউন্সিলর হিসেবে হ্যাট্রিক করেছেন তিনি। এবার ফের দলের তরফে প্রার্থী করা হয়েছে তাঁকে। ৯২ নম্বর ওয়ার্ডের অলিগলি কার্যত হাতের তালুর মতো চেনেন তিনি। মধুছন্দা এবারও কাউন্সিলর হবেন বলেই আশাবাদী। বামেদের অন্যতম ভরসার জায়গা এই ৯২ নম্বর। ইতিমধ্যেই প্রচারে পুরোদমে নেমে পড়েছেন মধুছন্দা। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায় ও বিজেপি প্রার্থী সুমন দাস।

ঢাকুরিয়া-সেলিমপুর || ওয়ার্ড নম্বর- ৯২ (বোরো- ১০) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অভিষেক মুখার্জি ৬৮২৪ ৫৬.৩৮ ৩৩.৬০%
বিজেপি সুমন দাস ৮০৭ ৪.৪৪ ৮.৪৫%
বাম মধুচ্ছন্দা দেব ১০২৫০ ৫৬.৩৮ ৫৫.৩৫%
কংগ্রেস মানস কুমার ভদ্র ১৩৮ ০.৭৬ ১.২৯%
অন্যান্য ১৫৮ ০.৬৭ ১.৩১%

 

ঢাকুরিয়া-সেলিমপুর || ওয়ার্ড নম্বর- ৯২ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সরোজ ভৌমিক ৬৯৭১ ৩৩.৬০%
বিজেপি দিলীপ কুমার মিত্র ১৭৫৪ ৮.৪৫%
বাম মধুছন্দা দে ১১৪৮৫ ৫৫.৩৫%
কংগ্রেস পঙ্কজ কুমার নাথ ২৬৮ ১.২৯%
অন্যান্য ২৭০ ১.৩১%
Next Article