সঙ্গে লড়বেন বিজেপির সোমা ঘোষ ও সিপিএমের সুশান্ত পাল
কলকাতা: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৭ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোস রোড এবং গ্রাহাম রোড। পূর্ব দিকে নগেন্দ্র নারায়ণ দত্ত রোড, দক্ষিণে ও পশ্চিমে রয়েছে টালি নালা। মূলত কুদঘাট, টালিগঞ্জ, রিজেন্ট পার্ক এলাকা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩৭ হাজার ১৯৯। কলকাতা পুলিশের যাদবপুর ও রিজেন্ট পার্ক থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।
৯৭ নম্বরের পুরনো কাউন্সিলর দেবব্রত মজুমদার। পুরসভার মেয়র পারিষদও ছিলেন তিনি। পরে বিধায়ক হন। তাই এবার তাঁকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার নিরিখেই তাঁকে টিকিট দিয়েছে দল। যাদবপুর এলাকায় দেবব্রত মজুমদার মলয় দা নামেই বেশি পরিচিত। কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে বি.কম অনার্স পাশ করেন তিনি। পরবর্তীতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে ১৯৯০ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও হন। কিন্তু পরে পা রাখেন রাজনীতিতে। তাই তাঁর দিকে নজর থাকবে। তাঁর সঙ্গে লড়বেন বিজেপির সোমা ঘোষ ও সিপিএমের সুশান্ত পাল।
যাদবপুর-কুঁদঘাট || ওয়ার্ড নম্বর- ৯৭ (বোরো- ১০) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
দেবব্রত মজুমদার |
১২৯৩৭ |
৬৯.৬২ |
৪৮.৯৯ |
বিজেপি |
সোমা ঘোষ দত্ত |
২১৫৩ |
১১.৫৯ |
১৯.৮৮ |
বাম |
সুশান্ত পাল |
২৯৭৯ |
১৬.০৩ |
২৭.৮৮ |
কংগ্রেস |
প্রহ্লাদ চক্রবর্তী |
৩৭১ |
২.০০ |
১.৮৮ |
অন্যান্য |
– |
১৪৩ |
০.৭৮ |
১.৩৭ |
যাদবপুর-কুঁদঘাট || ওয়ার্ড নম্বর- ৯৭ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
মিতালী বন্দ্যোপাধ্যায় |
১০৫৫০ |
৪৮.৯৯ |
বিজেপি |
তপতী মুখোপাধ্যায় |
৪২৮১ |
১৯.৮৮ |
বাম |
মালা সেনগুপ্ত |
৬০০৪ |
২৭.৮৮ |
কংগ্রেস |
গোপা সমাদ্দার |
৪০৫ |
১.৮৮ |
অন্যান্য |
|
২৯৮ |
১.৩৭ |