Ward 98 Jadavpur-Ranikuthi KMC Election Result 2021 LIVE: শাসক- বিরোধী জোর লড়াই ৯৮ নম্বর ওয়ার্ডে

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 11:17 PM

KMC Election Result 2021, Ward 98 Jadavpur-Ranikuthi LIVE Counting: কলকাতা পুলিশের নেতাজি নগর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।

Ward 98 Jadavpur-Ranikuthi  KMC Election Result 2021 LIVE: শাসক- বিরোধী জোর লড়াই ৯৮ নম্বর ওয়ার্ডে
নেতাজি নগর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড

Follow Us

কলকাতা: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৮ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রায়পুর রোড। পূর্ব দিকে রায়পুর রোড, নাকতলা রোড এবং খানপুর রোড, দক্ষিণে রয়েছে টালি নালা ও পশ্চিমে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোড এবং নগেন্দ্র নারায়ণ দত্ত রোড। মূলত রানিগঞ্জ, নেতাজি নগর, টালিগঞ্জ, বাঁশদ্রোণী এলাকা এই ওয়ার্ডের মধ্যে পড়ে।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩১ হাজার ৭০৮। কলকাতা পুলিশের নেতাজি নগর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।

এই ওয়ার্ডে তৃণমূলের হয়ে লড়বেন অরূপ চক্রবর্তী। বিজেপির প্রার্থী চন্দন কুমার সাহা ও সিপিএমের মৃত্যুঞ্জয় চক্রবর্তী।

যাদবপুর-রানিকুঠি || ওয়ার্ড নম্বর- ৯৮ (বোরো- ১০) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অরূপ চক্রবর্তী ৮৭৩৪  ৪৮.১৬ ৩৭.১৩
বিজেপি চন্দন সাহা ৭৪২ ৪.০৯  ৯.৩৩
বাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৮৪৪০ ৪৬.৫৩ ৫১.৫৭
কংগ্রেস স্বপন বসু ১১৯ ০.৬৬ ০.৯১
অন্যান্য ১০২ ০.৫৬ ১.০৬

 

যাদবপুর-রানিকুঠি || ওয়ার্ড নম্বর- ৯৮ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সন্দীপ নন্দী মজুমদার ৭৩৯০ ৩৭.১৩
বিজেপি অসীম চক্রবর্ত্তী ১৮৫৮ ৯.৩৩
বাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী ১০২৬৩ ৫১.৫৭
কংগ্রেস কমল গুপ্ত ১৮২ ০.৯১
অন্যান্য ২০৭ ১.০৬
Next Article