অলংকরণ: অভীক দেবনাথ
কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৩ নম্বর ওয়ার্ডটি ১৬ নম্বর বরোর অংশ। জোকা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে তৈরি এই ওয়ার্ডটি হয়েছে ২০১২ সালে। শুধু ১৪৩ নয়, ১৪২ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডও তৈরি হয় ওই বছরে। ১৬ নম্বর বরোর অন্তর্ভুক্ত হওয়ার আগে এই তিন ওয়ার্ড ছিল পঞ্চায়েত এলাকা। জোকা ১ এবং জোকা ২ গ্রাম পঞ্চায়েতের অংশটিকে ২০১২ সালে কলকাতা পুরসভার মধ্যে আনা হয়।
কলকাতা পুরসভার ১৪৩ ওয়ার্ড বেহালা পূর্ব বিধানসভার অংশ। ২০১৫ সালের পুরসভা ভোটে এখানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী ইন্দ্রজিৎ ভট্টাচার্য (Indrajit Bhattacharya)।
২০২১ পুরসভা ভোট: ২০২১ পুরভোটে তৃণমূল শিবির ১৪৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে ক্রিস্টিনা বিশ্বাসকে। গতবারের জয়ী তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য গত বছর প্রয়াত হন। একদিকে কাউন্সিলর-এর মৃত্যুতে এলাকাবাসী যেমন অভিভাবকহীন হয়ে পড়েছিলেন, ঠিক একইভাবে একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে এলাকার মানুষকে ছেড়ে উধাও হয়ে যান প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। এরই মধ্যে একদিকে করোনা মহামারী, অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়ে ছিলেন এলাকার তৃণমূল কর্মীরা। সংসার সামলে তৃণমূল কর্মীদের সঙ্গে সমান তালে মানুষের সঙ্গে ছিলেন দুই সন্তানের মা ক্রিস্টিনা। তাঁকেই এবার টিকিট দিয়েছে তৃণমূল। অন্যদি কে বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গার্গী বিশ্বনাথন। আর সিপিএম প্রার্থী করেছে ফুলু মণ্ডলকে।
বেহালা জোকা || ওয়ার্ড নম্বর- ১৪৩ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
ক্রিস্টিনা বিশ্বাস |
১৪৩১৭ |
৭৩.১৫ |
৪৩.৩৮ |
বিজেপি |
গার্গী বিশ্বনাথন |
২৪৬৫ |
১২.৫৯ |
১৭.১৪ |
বাম |
ফুলু মণ্ডল |
২৩০৭ |
১১.৭৯ |
৩১.৪৪ |
কংগ্রেস |
লতা সাহা |
২৫১ |
১.২৮ |
৬.৬০ |
অন্যান্য |
– |
১০০ |
০.৫১ |
১.৪৪ |
বেহালা জোকা || ওয়ার্ড নম্বর- ১৪৩ (বোরো- ১৬) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
ইন্দ্রজিৎ ভট্টাচার্য |
৭৩৫৫ |
৪৩.৩৮ |
বিজেপি |
রাজীব বিশ্বাস |
২৯০৬ |
১৭.১৪ |
বাম |
সৌভিক চৌধুরি |
৫৩৩০ |
৩১.৪৪ |
কংগ্রেস |
অসীম দেবনাথ |
১১২০ |
৬.৬০ |
অন্যান্য |
– |
২৪৪ |
১.৪৪ |