Word No 144 KMC Election Result 2021 Live: ১৪৪ ওয়ার্ডে এবারও দখল নিল ঘাসফুল শিবির, জয়ী শেফালি

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 29, 2021 | 2:20 PM

KMC Election Result 2021: ২০২১ পুরসভা ভোটে ১৪৪ নম্বর ওয়ার্ডটি জেনারেল ওয়ার্ড। এখানে তৃণমূল ফের প্রার্থী করেছে শেফালি প্রামাণিককেই।

Word No 144 KMC Election Result 2021 Live:  ১৪৪ ওয়ার্ডে এবারও দখল নিল ঘাসফুল শিবির, জয়ী শেফালি
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪ নম্বর ওয়ার্ডটি ১৬ নম্বর বরোর অংশ। জোকা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে তৈরি এই ওয়ার্ডটি তৈরি ২০১২ সালে। শুধু ১৪৪ নয়, ১৪২ এবং ১৪৩ নম্বর ওয়ার্ডও তৈরি হয় ওই বছরে। ১৬ নম্বর বরোর অন্তর্ভুক্ত হওয়ার আগে এই তিন ওয়ার্ড ছিল পঞ্চায়েত এলাকা। জোকা ১ এবং জোকা ২ গ্রাম পঞ্চায়েতের অংশটিকে ২০১২ সালে কলকাতা পুরসভার মধ্যে আনা হয়।

গত পুরভোটের ফলাফল: কলকাতা পুরসভার শেষতম ওয়ার্ড, ১৪৪ ওয়ার্ড বেহালা পূর্ব বিধানসভার অংশ। ২০১৫ সালের পুরসভা ভোটে এখানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী শেফালি প্রামাণিক।

উল্লেখ্য়, ২০১৫ সালে কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতেই জয় পায় তৃণমূল। সেই ভোটে বামেরা পেয়েছিল ১৫টি ওয়ার্ড। বিজেপি ৭টি। কংগ্রেস জয়লাভ করে ৫টি ওয়ার্ডে। বাকি ৩টি ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থীরা। এর পরে দু’টি নির্বাচন হয়েছে। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোট। তারও পরে কলকাতার ভবানীপুর আসনে গত সেপ্টেম্বরেই উপনির্বাচন হয়েছে। জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ সালের পুরভোট: ২০২১ পুরসভা ভোটে ১৪৪ নম্বর ওয়ার্ডটি জেনারেল ওয়ার্ড। এখানে তৃণমূল ফের প্রার্থী করেছে শেফালি প্রামাণিককেই। বিজেপি টিকিট দিয়েছে অনিন্দিতা ঘোষকে এবং সিপিএম প্রার্থী করেছে বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

বেহালা-জোকা || ওয়ার্ড নম্বর- ১৪৪ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শেফালি প্রামাণিক ৫২১৪ ৬৮.৪৭ ৪৬.৮১
বিজেপি অনিন্দিতা ঘোষ ৮৭১ ১১.৪৪ ১৬.৯৪
বাম বিপ্লব বন্দ্যোপাধ্যায় ১৪৬১ ১৯.১৯ ৩২.৫২
কংগ্রেস সিপিএমকে সমর্থন ২.৩৪
অন্যান্য ৬৯ ০.৯১ ১.৩৯

 

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল শেফালি প্রামাণিক ৩৩৭৭ ৪৬.৮১
বিজেপি মুকুল শিকদার ১২২২ ১৬.৯৪
বাম ফুলু মণ্ডল ২৩৪৬ ৩২.৫২
কংগ্রেস বর্ণালী দাস ১৬৯ ২.৩৪
অন্যান্য ১০০ ১.৩৯
Next Article