কালীঘাট ও মনোহরপুকুর এলাকা নিয়েই এই ওয়ার্ড
কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৪ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে হাজরা রোড, পূর্ব দিকে রয়েছে শরৎ বোস রোড, দক্ষিণে রাসবিহারী অ্যাভিনিউ এবং পশ্চিমে শ্যামাপ্রসাদ মুখার্জী। কলকাতা পুলিশের টালিগঞ্জ থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮৪ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ১৯ হাজার ২৩০। মূলত কালীঘাট ও মনোহরপুকুর এলাকা নিয়েই এই ওয়ার্ড।
পরপর কয়েকবার তৃণমূলই জয়ী হয়েছে এই ওয়ার্ড থেকে। পরপর দু বার কাউন্সিলর হওয়ার পর এবারও টিকিট পেয়েছেন তৃণমূলের পারমিতা চট্টোপাধ্যায়। পুরনো মুখকেই প্রার্থী করায় এই ওয়ার্ডে জয়ের আশাই করছে শাসক দল। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৈরি বাম ও বিজেপি শিবির। এই ওয়ার্ডের তিন প্রার্থীই মহিলা। বামেদের প্রার্থী তমশা চট্টোপাধ্যায় ও সিপিএম প্রার্থী বীথিকা নাথ।
কালীঘাট-মনোহরপুকুর || ওয়ার্ড নম্বর- ৮৪ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
পারমিতা চ্যাটার্জি |
৫৪২১ |
৭৭.০৩ |
৫০.৩৩% |
বিজেপি |
তমশা চ্যাটার্জি |
২১৪২ |
২৫.৬৬ |
২৩.৯৮% |
বাম |
বীথিকা নাথ |
৬০৬ |
৭.২৬ |
২০.৭৩% |
কংগ্রেস |
রুমা মুখার্জি |
১৭৯ |
২.১৪ |
৩.৭৮% |
অন্যান্য |
– |
– |
– |
১.১৬% |
কালীঘাট-মনোহরপুকুর || ওয়ার্ড নম্বর- ৮৪ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
পারমিতা চট্টোপাধ্যায় |
৪,৮১৪ |
৫০.৩৩% |
বিজেপি |
রুমা দত্ত |
২,২৯৪ |
২৩.৯৮% |
বাম |
ডোরা মুখোপাধ্য়ায় |
১,৯৮৩ |
২০.৭৩% |
কংগ্রেস |
রুবি মুখোপাধ্যায় |
৩৬২ |
৩.৭৮% |
অন্যান্য |
|
১১১ |
১.১৬% |