অনুশ্রী চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি
কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৭ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রাসবিহারী অ্যাভিনিউ, পূর্ব দিকে রয়েছে বারৌজ রোড। দক্ষিণে রেল লাইন ও পশ্চিমে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় রোড। ওয়ার্ডটি কলকাতা পুলিশের চারু মার্কেট এবং নিউ আলিপুর থানা এলাকার মধ্যে অবস্থিত। মূলত কালীঘাট, লেক মার্কেট, মুদিয়ালি নিয়েই এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৪২ হাজার ৬৭৫।
এক সময় এই ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পরে তাঁর বোন তনিমা চট্টোপাধ্যায় এই ৮৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন। কিন্তি ২০১৫ -তে বদল আসে এই ওয়ার্ডে। বিজেপির টিকিটে জিতে কাউন্সিলর হন সুব্রত ঘোষ। এবার বিজেপির প্রার্থী বদল হয়েছে। অনুশ্রী চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি। আর তৃণমূলের টিকিটে লড়ছেন মনীষা বোস সাউ। এই ওয়ার্ডে বামেদের প্রার্থী যুক্তিশ্রী দাস সোম।
কালীঘাট-মুদিয়ালী || ওয়ার্ড নম্বর- ৮৭ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
মনীষা বোস |
৩০১৭ |
৬৪.৯৭ |
৩৯.৭৭% |
বিজেপি |
অনুশ্রী চট্টোপাধ্যায় |
১১৯৬ |
২৫.৭৫ |
৪৫.৪৬% |
বাম |
দ্যুতিশ্রী দাস সোম |
৩১১ |
৬.৭০ |
৭.৭৬% |
কংগ্রেস |
কলি নারায়ণ মুখার্জি |
৮৫ |
১.৮৩ |
৭% |
অন্যান্য |
– |
৩৫ |
০.৭৫ |
– |
কালীঘাট-মুদিয়ালী || ওয়ার্ড নম্বর- ৮৭ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
তনিমা চট্টোপাধ্যায় |
২২৮৫ |
৩৯.৭৭% |
বিজেপি |
সুব্রত ঘোষ |
২৬১৩ |
৪৫.৪৬% |
বাম |
তরুণ বসু |
৪৪৬ |
৭.৭৬% |
কংগ্রেস |
অলোক চক্রবর্ত্তী |
৪০২ |
৭% |
অন্যান্য |
– |
– |
– |