Ward No139 Metiaburuz KMC Election Result 2021 LIVE: তীরে এসে তরী ডুবল সিপিএমের, ১৩৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 29, 2021 | 2:26 PM

KMC Election Result 2021 Ward 139 Metiaburuz LIVE Counting: ২০০৫ সালের পুরভোটে ১৩৯ নম্বর ওয়ার্ড থেকে জেতেন সিপিএমের মহম্মদ বদরুদ্দোজা মোল্লা। ২০১০ সালেও তিনিও জিতেছিলেন। তবে ২০১৫ সালের পুরভোটে আর এই ওয়ার্ড ধরে রাখতে পারেনি বামেরা। তৃণমূল

Ward No139 Metiaburuz KMC Election Result 2021 LIVE: তীরে এসে তরী ডুবল সিপিএমের, ১৩৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৯ নম্বর ওয়ার্ডটি অবস্থিত গার্ডেন রিচ এলাকার মেটিয়াবুরুজ (বারতলা-কারবালা) এর কিছু অংশ জুড়ে। বরো নম্বর ১৫-এর কলকাতা পুসভার একটি প্রশাসনিক বিভাগ হল এই ওয়ার্ড।

ওয়ার্ড নম্বর ১৩৯ -এর উত্তরে রয়েছে এস এ ফারুকী রোড (আকরা রোড)। পূর্ব দিকে সিমপুকুর লেন ও সন্তোষপুর রোডে। দক্ষিণে রয়েছে পাঁচুর ও মাকালহাটি মৌজার উত্তর সীমানা এবং পশ্চিমে পাঁচুর মৌজার পূর্ব সীমানা। কলকাতা পুলিশের মেটিয়াব্রুজ থানার অন্তর্ভুক্ত এই ওয়ার্ড। বিধানসভা কেন্দ্র মেটিয়াবুরুজ এবং লোকসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার।

গত পুরভোটের ফলাফল: ২০০৫ সালের পুরভোটে ১৩৯ নম্বর ওয়ার্ড থেকে জেতেন সিপিএমের মহম্মদ বদরুদ্দোজা মোল্লা। ২০১০ সালেও তিনিও জিতেছিলেন। তবে ২০১৫ সালের পুরভোটে আর এই ওয়ার্ড ধরে রাখতে পারেনি বামেরা। তৃণমূল প্রার্থী আফতাবউদ্দিন আহমেদ বিজয়ী হন।

উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।

২০২১ পুরভোট: এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেখ মুস্তাক আহমেদ। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেজমিন খাতুন। আর কংগ্রেস টিকিট দিয়েছে কংগ্রেস প্রার্থী মহব্বত খানকে। আর সিপিএম প্রার্থী করেছে আবু কায়েশ মোল্লাকে।

 গার্ডেনরিচ-বারতলা || ওয়ার্ড নম্বর- ১৩৯ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শেখ মুস্তাক আহমেদ ২৩৮৯০ ৮৫.৪৭ ৪১.৪৬
বিজেপি মেহেজমিন খাতুন ২৮১ ১.০১ ১.০২
বাম আবু কায়েশ মোল্লা ৩৩৩৮ ১১.৯৪ ৪১.৩৮
কংগ্রেস মহব্বত খান ৪৪১ ১.৫৭ ৭.৩২
অন্যান্য ৮.৮২

 

গার্ডেনরিচ-বারতলা || ওয়ার্ড নম্বর- ১৩৯ (বোরো- ১৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল আফতাবউদ্দিন আহমেদ ৮৩৪৪ ৪১.৪৬
বিজেপি মহম্মদ আসরাফ ২০৫ ১.০২
বাম সাকিল মহিনুদ্দিন ৮৩২৯ ৪১.৩৮
কংগ্রেস শেখ মেহতাব হোসেন ১৪৭৪ ৭.৩২
অন্যান্য ১৭৭৮ ৮.৮২
Next Article