অলংকরণ: অভীক দেবনাথ
কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৫ নম্বর ওয়ার্ডটি অবস্থিত গার্ডেন রিচ এলাকার অংশ নিয়ে। বিচালি ঘাট-মুদিয়ালি ও আশেপাশের অংশগুলিকে আচ্ছাদন করে বরো নম্বর ১৫-এর অংশ এই ওয়ার্ডের উত্তরে দিক দিয়ে প্রবাহিত হুগলি নদী। এবং গার্ডেন রিচ রোডের দক্ষিণ তীর। দক্ষিণে আছে পঞ্চানন্তলা লেন এবং মোনশা রো বাই বাই লেন তার পর পূর্বে রয়েছে বিচালী ঘাট লেন, ধনখেটি খাল, মুদিয়ালি ১ নম্বর লেন এবং ফতেপুর ২ নম্বর লেন। এবং পশ্চিমে মুদিয়ালি রোড অবস্থিত।
গত পুরভোটের ফলাফল: গার্ডেন রিচ এবং মেটিয়াব্রুজ থানার অন্তর্গত এই ওয়ার্ডে ২০০৫ সালের পুর ভোটে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী শামসুজ্জামান আনসারি। তবে ২০১০ সালের পুরভোটে ১৩৫ নম্বর ওয়ার্ডের দখল নেয় তৃণমূল। কাউন্সিলর হন রুবিনা নাজ। পরের বার অর্থাৎ, ২০১৫ সালের ভোটে ফের কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। কাউন্সিলর হন আখতারি নিজামী।
২০২১ সালের পুরভোট: এবার এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে ওয়ার্ডে আখতারী সাহাজাদাকে। আবার তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের প্রাক্তন এমআইসি শামসুল জামান আনসারীর পুত্রবধূ রুবিনা নাজ কে নির্দলে দাঁড় করানো হয়েছে। যা নিয়ে অস্বস্তি তৃণমূল শিবিরে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে অর্চনা গুপ্তকে। আর কংগ্রেস প্রার্থী করেছে শামসুদ বেগম টিকিট দিয়েছে।
গার্ডেনরিচ-বিচালী ঘাট || ওয়ার্ড নম্বর- ১৩৫ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
আখতারী শাহাজাদা |
৯৬৬৫ |
৪৬.৯৮ |
৪২.৫২ |
বিজেপি |
অর্চনা গুপ্ত |
৩৪৭ |
১.৬৯ |
১.৯৪ |
বাম |
কংগ্রেসকে সমর্থন |
|
– |
১.৮৮ |
কংগ্রেস |
শামসুদ বেগম |
১৮৩ |
০.৮৯ |
৫২.৪০ |
অন্যান্য |
রুবিনা নাজ (নির্দল) |
১০০২৫ |
|
১.৪৩ |
গার্ডেনরিচ-বিচালী ঘাট || ওয়ার্ড নম্বর- ১৩৫ (বোরো- ১৫) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
রুবিনা নাজ |
৭৫৩৩ |
৪২.৫২ |
বিজেপি |
কুসুম গুপ্তা |
৩৪৪ |
১.৯৪ |
বাম |
নাজমা খাতুন |
৩৩৪ |
১.৮৮ |
কংগ্রেস |
আখতারি নিজামি |
৯২৪৬ |
৫২.৪০ |
অন্যান্য |
– |
২৫৭ |
১.৪৩ |