Ward No141 Metiaburuz KMC Election Result 2021 Live: মেটিয়াবুরুজের ১৪১ নম্বর ওয়ার্ডে মাত করল সেই তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 29, 2021 | 2:23 PM

KMC Election Result 2021 Ward No 141 Live Counting: ১৪১ নম্বর ওয়ার্ডে আবারও তৃণমূলের প্রার্থী শিবনাথ গায়েন।

Ward No141 Metiaburuz KMC Election Result 2021 Live: মেটিয়াবুরুজের ১৪১ নম্বর ওয়ার্ডে মাত করল সেই তৃণমূল
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৪১ নম্বর ওয়ার্ডটি হুগলি নদীর তীরে অবস্থিত। মেটিয়াবুরুজ (Metiaburuz) এর পূর্বদিকে হুগলি এবং গার্ডেন রিচ রোড, জেলিয়াপাড়া রোড, বাগদিপাড়া রোড এবং ভাগা খাল রোডের দক্ষিণ তীরের মধ্যে একটি রেখা রয়েছে। দক্ষিণে গার্ডেন রিচ রোড, ডাঃ আবদুল কবির রোড, জেলিপাড়া রোড এবং কৈলাশ মিস্ত্রি লেন এবং পশ্চিমে হুগলি নদীর পূর্ব অংশ রয়েছে।

উত্তর বন্দর, দক্ষিণ বন্দর, ওয়াটগুঞ্জ, পশ্চিম বন্দর, গার্ডেন রিচ, একবালপুর, নাদিয়াল, রাজাবাগান এবং মেটিয়াব্রুজের একাংশ গঠিত এই ওয়ার্ডে ২০০৫ ও ১০ সালে কংগ্রেস জয়লাভ করে। দুবারই কাউন্সিলর হন মইনুল হক চৌধুরী। ২০১৫ পুরভোটে এই ওয়ার্ডের দখল নেয় তৃণমূল। জয়লাভ করেন মমতাজ বেগম। মেটিয়াব্রুজ বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ডে এবারও এগিয়ে থাকবে তৃণমূল বলে রাজনৈতিক মহলের একাংশের ধারনা।

উল্লেখ্য়, ২০১৫ সালে কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতেই জয় পায় তৃণমূল। সেই ভোটে বামেরা পেয়েছিল ১৫টি ওয়ার্ড। বিজেপি ৭টি। কংগ্রেস জয়লাভ করে ৫টি ওয়ার্ডে। বাকি ৩টি ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থীরা। এর পরে দু’টি নির্বাচন হয়েছে। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোট। তারও পরে কলকাতার ভবানীপুর আসনে গত সেপ্টেম্বরেই উপনির্বাচন হয়েছে। জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ পুরসভা ভোট: ২০২১ পুরভোটে তৃণমূল শিবির ১৪২ নম্বর ওয়ার্ডে আবারও প্রার্থী করেছে শিবনাথ গায়েনকে। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস ঢালি। সিপিএম প্রার্থী করেছে সম্পদ রায়কে।

মেটিয়াবুরুজ-বাগদীপাড়া || ওয়ার্ড নম্বর- ১৪১ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শিবনাথ গায়েন ১১৩৩৫ ৪২.৪২ ৩২.৬২
বিজেপি তাপস ঢালি ১৫৩৯ ৫.৭৬ ২০.৯১
বাম সম্পদ রায় ৪১৯ ১.৫৭ ৬.২৮
কংগ্রেস অভিষেক বৈদ্য ১০২৪ ৩.৮৩ ২৫.১৭
অন্যান্য পূর্বাশা নস্কর (নির্দল) ১১১৮৪৪ ৪৪.৩২ ১৫.০২

 

মেটিয়াবুরুজ-বাগদীপাড়া || ওয়ার্ড নম্বর- ১৪১ (বোরো- ১৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মমতাজ বেগম ৫০৪৮ ৩২.৬২
বিজেপি মৌসুমি চোঙদার ৩২৩৬ ২০.৯১
বাম নাজিয়া হাসান ৯৭২ ৬.২৮
কংগ্রেস শবনম বেগম ৩৮৯৫ ২৫.১৭
অন্যান্য ২৩২৩ ১৫.০২
Next Article