লড়ছেন বামেদের তরুণ প্রার্থী অন্বেষা দাস
কলকাতা : টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৫ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে প্রিন্স গুলাম মহম্মদ শাহ রোড। পূর্ব দিকে যাদবপুর সেন্ট্রাল রোড, দক্ষিণে রায়পুর রোড ও পশ্চিমে নেতাজী সুভাষ চন্দ্র বোস রোড। মূলত রিজেন্ট পার্ক, আজাদনগর, গল্ফগ্রিন এই ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২৬ হাজার ৭৩৭। কলকাতা পুলিশের গল্ফ গ্রিন থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।
অনেক দিন ধরেই তৃণমূলের দখলে রয়েছে ওয়ার্ড। ২০০৫ এ তৃণমূলের টিকিটে জিতে এই ওয়ার্ডের কাউন্সিলর হন শ্যামলী ভদ্র। এরপর পরপর দুবার কাউন্সিলর হন তপন দাশগুপ্ত। এবারও তৃণমূলের টিকিট পেয়েছেন তিনি। এবার জয়ী হলে কাউন্সিলর হওয়ার হ্যাটট্রিক করবেন তিনি। তবে তাঁকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত বিজেপি প্রার্থী রাজীব সাহা। আর লড়ছেন বামেদের তরুণ প্রার্থী অন্বেষা দাস। তাই এই ওয়ার্ডে রয়েছে নবীন প্রবীণের লড়াই।
টালিগঞ্জ-রিজেন্ট পার্ক || ওয়ার্ড নম্বর- ৯৫ (বোরো- ১০) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
তপন দাশগুপ্ত |
১২১০৪ |
৭১.০০ |
৫৩.৮৯ |
বিজেপি |
রাজীব সাহা |
১১১৮ |
৬.৫৬ |
১২.১৫ |
বাম |
অন্বেষা ভৌমিক |
৩৫২৮ |
২০.৬৯ |
৩০.৯৬ |
কংগ্রেস |
সান্তনু গুহঠাকুরতা |
১৯৪ |
১.১৪ |
১.৯৬ |
অন্যান্য |
– |
১০৫ |
০.৬২ |
১.০৪ |
টালিগঞ্জ-রিজেন্ট পার্ক || ওয়ার্ড নম্বর- ৯৫ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
তপন দাশগুপ্ত |
১০০১৯ |
৫৩.৮৯ |
বিজেপি |
পুলকিতা ঘোষ |
২২৫৯ |
১২.১৫ |
বাম |
সুদীপ চ্যাটার্জি |
৫৭৫৬ |
৩০.৯৬ |
কংগ্রেস |
নীল মাধব বসু |
৩৬৫ |
১.৯৬ |
অন্যান্য |
– |
১৯১ |
১.০৪ |