Ward 26 shyampukur KMC Election Result 2021 Live: ২৬ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূলের তারকনাথের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 11:15 PM

KMC Election Result 2021 Ward 26 Shyampukur Live Counting: : ২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে অরূপ অধিকারী ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। ২০১০ সালে রাজ্যের পালাবদলের রঙ লাগে এই ওয়ার্ডেও।

Ward 26 shyampukur KMC Election Result 2021 Live: ২৬ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূলের তারকনাথের
কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড

Follow Us

 

কলকাতা: কলকাতা পুরসংস্থার ২৬ নম্বর ওয়ার্ডটি বিডন স্ট্রিটের উত্তরে সীমানাযুক্ত। এটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।

কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডটির উত্তরে বিডন স্ট্রিট, পূর্বে বিধান সরণি, দক্ষিণে বিবেকানন্দ রোড এবং নন্দা মল্লিক লেন বর্ডার এবং পশ্চিমে রবীন্দ্র সরণি এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ।

ওয়ার্ডটি কলকাতা পুলিশের গিরিশ পার্ক, জোড়াসাঁকো এবং বুরতোল্লা থানার আওতাধীন। এদিকে, এদিকে, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা তালতলা মহিলা থানার অন্তর্ভুক্ত। বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তা এলাকা এই থানার নিয়ন্ত্রিত।

অন্যদিকে, আমহার্স্ট স্ট্রিট মহিলা পুলিশ স্টেশন কলকাতা পুলিশের উত্তর এবং উত্তর শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে, যেমন আমহার্স্ট স্ট্রিট, জোড়াবাগান, শ্যামপুকুর, কাশীপুর, চিৎপুর, সিঁথি, এবং টালা। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দা ২৫,৩৭১ জন।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তৎকালীন সময়ে অরূপ অধিকারী ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। ২০১০ সালে রাজ্যের পালাবদলের রঙ লাগে এই ওয়ার্ডেও। বামেদের হাত থেকে ওয়ার্ডটি কেড়ে নেয় তৃণমূল। ২০১০ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর হন শশী পাঁজা। ২০১৫ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল। তবে কাউন্সিলর বদল হয়। বিপুল ভোটে জিতে এই ওয়ার্ডের কাউন্সিলর হন রবীন চট্টোপাধ্যায়।

২০২১ পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী  তারকনাথ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী শশী গোন্দ, বামেদের তরফে লড়ছেন তাপস প্রামাণিক।

শ্যামপুকুর-হেদুয়া || ওয়ার্ড নম্বর- ২৬ (বোরো- ৪) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল তারকনাথ চট্টোপাধ্যায় ৮৩২০ ৬৪.৬৫ ৪০.৫০
বিজেপি শশি গোন্ড ১৭৬৩ ১৩.৭০ ২৬.২৩
বাম তাপস প্রামাণিক ২২৬৭ ১৭.৬২ ২৮.১৯
কংগ্রেস অমর সিং ৩৮১ ২.৯৬ ৩.৪৬
অন্যান্য ১.৬২

 

শ্যামপুকুর-হেদুয়া|| ওয়ার্ড নম্বর- ২৬ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল তারক নাথ চট্টোপাধ্যায় ৫,৬৮৩ ৪০.৫০
বিজেপি যশবন্ত সিং ৩,৬৮৪ ২৬.২৩
বাম রাহুল ভট্টাচার্য ৩,৯৫৯ ২৮.১৯
কংগ্রেস শঙ্কর নাথ হাজরা ৪৮৬ ৩.৪৬
অন্যান্য ২৩২ ১.৬২
Next Article