কলকাতা: কলকাতা পুরভোটে সবুজ ঝড়। আবারও যে পুরসভা তৃণমূলের দখলেই থাকছে, তা নিয়ে দ্বিধার কোনও অবকাশই নেই। তাই তৃণমূল শিবিরে এখন পুরসভার আগামী মেয়র কে হবেন, তা নিয়ে আলাপ আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক নাম উঠে এসেছে এই মেয়র পদপ্রার্থী হিসাবে। তবে চূড়ান্ত নাম প্রকাশ্যে আসবে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার।
মঙ্গলবার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটির বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, আগামী ২৩ তারিখ কলকাতায় মহারাষ্ট্র ভবনে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। এরপর সকলের মত নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।”
ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র পদাধিকারী নিয়ে বেশ কয়েকটি নাম ভাসছে। সেই গুঞ্জনে অবশ্যই বিদায়ী মেয়র-প্রশাসক ফিরহাদ হাকিমের নাম রয়েছে সর্বাগ্রে। অবশ্য ফিরহাদ হাকিম আগেই বলেছেন, তিনি দলের অনুগত সৈনিক। তাই দল তাঁকে যে দায়িত্বই দিক না কেন, তিনি তা সবটুকু দিয়ে পালন করবেন। অন্যদিকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও এই গুঞ্জন প্রসঙ্গে বলেছিলেন, ফল প্রকাশের পর সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে মালা রায়ের নামও শোনা গিয়েছে এই পদের জন্য। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী মালা রায়ের নাম নিয়েও গুঞ্জন রয়েছে। তবে সে জল্পনা নিরসন হতে মাঝে আরও একটা দিন অপেক্ষা করতে হবে, সে বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো।