চারু মার্কেট ও রিজেন্ট পার্ক থানার অন্তর্গত এই ওয়ার্ড
কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৯ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রেলের বজবজ শাখা ও টালিগঞ্জ সার্কুলার রোড, পূর্ব দিকে রয়েছে দেওদর রহমান রোড। দক্ষিণে প্রিন্স আনোয়ার শাহ রোড ও পশ্চিমে দেশপ্রাণ শাসমল রোড ও টালি নালা। ওয়ার্ডটির মধ্যে রয়েছে টালিগঞ্জের চারু মার্কেট ও সুইস পার্ক এলাকা। কলকাতা পুলিশের চারু মার্কেট ও রিজেন্ট পার্ক থানার অন্তর্গত এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২২ হাজার ৩০৪।
এই ওয়ার্ডে গত কয়েকবার পরপর জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা মজুমদার। এবার তৃণমূলে প্রার্থী তালিকা থেকে অনেক পুরনো মুখ বাদ পড়লেও ৮৯ নম্বর ওয়ার্ডে মমতা মজুমদারের ওপর আস্থা রেখেছে দল। আর মমতার সঙ্গে লড়াইয়ে ময়দানে নামবেন বিজেপি প্রার্থী শান্তনু ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী ডঃ সলিল চৌধুরী।
টলিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৮৯ (বোরো- ১০) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
মমতা মজুমদার |
৭০২৯ |
৫৮.৯২ |
৪৪.৬১% |
বিজেপি |
শান্তনু ভট্টাচার্য (বুবাই) |
১৮০১ |
১৫.১০ |
২৫.১৪% |
বাম |
সলিল চৌধুরী |
২৪৪১ |
২০.৪৬ |
২২.৭৫% |
কংগ্রেস |
কার্তিক দাস |
৩৯৬ |
৩.৩২ |
৫.১৪% |
অন্যান্য |
– |
– |
– |
২.৩৫% |
টালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৮৯ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
মমতা মজুমদার |
৬১৯২ |
৪৪.৬১% |
বিজেপি |
তপন মল্লিক |
৩৪৯০ |
২৫.১৪% |
বাম |
উজ্জ্বল দে |
৩১৫৮ |
২২.৭৫% |
কংগ্রেস |
নিলয় সমাদ্দার |
৭১৪ |
৫.১৪% |
অন্যান্য |
– |
৩২৬ |
২.৩৫% |