কলকাতা: আজ কলকাতা পুরভোটের ফলঘোষণা। মোট ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। পুরসভার ১৪৪টি ওয়ার্ডে মোট ১৬টি বরো (Kolkata Municipal Corporation election Borough Wise Results 2021) রয়েছে। সকাল আটটা থেকেই শুরু হবে ভোট গণনা। কোথাও একসঙ্গে দুটি বা চারটি বরোর গণনা হবে।
১৪৪টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি ১৪২টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল। বামেরা লড়ছে ১২৮ আসনে। তবে ১০৬ নম্বর ওয়ার্ডে আসন নিয়ে বিরোধ হওয়ায় সিপিএম আর আরএসপি দু’দলই নিজেদের প্রার্থী দিয়েছে। সেই কারণে সিপিএমের প্রার্থী সংখ্যা ১২৯। কংগ্রেসের প্রার্থী সংখ্যা ১২১। পুরভোটে অন্যান্য দলের প্রার্থী রয়েছেন ৩৬ জন। এক নজরে দেখে নেওয়া যাক, বরো ভিত্তিক কোন প্রার্থীরা কেমন ফল করলেন –
বরো ভিত্তিক ফল ২০২১ |
বরো- ১৬ | তৃণমূল (১৩৪ ওয়ার্ড) | বাম (২ ওয়ার্ড) | বিজেপি (৩ ওয়ার্ড) | কংগ্রেস (২ ওয়ার্ড) | অন্যান্য (৩ ওয়ার্ড) |
---|---|---|---|---|---|
বরো- ১ (৯) | ১, ২,৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ২ (৯) | ১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ৩ (৯) | ১৩, ১৪, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ৪ (১০) | ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩৮, ৩৯ | ০ | ২২, ২৩ | ০ | ০ |
বরো- ৫ (১১) | ৩৬, ৩৭, ৪০, ৪১, ৪২, ৪৪, ৪৮, ৪৯ | ০ | ৫০ | ৪৫ | ৪৩ |
বরো- ৬ (১০) | ৪৬, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৬০, ৬১, ৬২ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ৭ (৯) | ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ৮ (১১) | ৬৮, ৬৯, ৭০, ৭২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ৯ (১০) | ৭১, ৭৩. ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮২ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ১০ (১২) | ৮১, ৮৯, ৯১, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০ | ৯২ | ০ | ০ | ০ |
বরো- ১১ (৭) | ১০৪, ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪ | ১০৩ | ০ | ০ | ০ |
বরো- ১২ (৭) | ১০১, ১০২, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ১৩ (৭) | ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২২ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ১৪ (৭) | ১২১, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১, ১৩২ (সব) | ০ | ০ | ০ | ০ |
বরো- ১৫ (৯) | ১৩৩, ১৩৪, ১৩৬, ১৩৮, ১৩৯, ১৪০ | ০ | ০ | ১৩৭ | ১৩৫, ১৪১ |
বরো- ১৬ (৭) | ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১৪২, ১৪৩, ১৪৪ (সব) | ০ | ০ | ০ | ০ |