Ward No 127 Behala Paschim KMC Election Result 2021 LIVE: ১২৭ নম্বর ওয়ার্ড জিততে পারবে লাল শিবির?

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 23, 2021 | 1:46 AM

KMC Election Result 2021, Ward 127 Behala Paschim LIVE Counting: এবার ১২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মালবিকা বৈদ্যকে। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে রিনা ভক্তকে। অন্যদিকে বিজেপির টিকিট পেয়েছেন মল্লিকা বিশ্বাস।

Ward No 127 Behala Paschim KMC Election Result 2021 LIVE: ১২৭ নম্বর ওয়ার্ড জিততে পারবে লাল শিবির?
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১২৭ নম্বর ওয়ার্ডটি ১৪ নম্বর বোরোর অংশ। সরশুনা এলাকা থেকে সোনামুখী (Sarsuna satellite township-Shakuntala Park-Oxytown-Sonamukhi) বিস্তীর্ণ অংশ এই ওয়ার্ডের অংশ। উত্তরে রয়েছে হো-চি মিন সরণি। দক্ষিণে সরশুনা মৌজা, শিবরামপুর মৌজা, শিবরামপুর রোড অবস্থিত। পূর্বে আছে যাদব ঘোষ রোড এবং সরশুনা মিনি রোড এবং পশ্চিমে রয়েছে সরশুনা ও শিবরামপুর মৌজা।

গত পুরভোটের ফলাফল: ২০০৫ সালে এই ওয়ার্ডে জয়লাভ করেন সিপিএমের নির্মল মুখোপাধ্যায়। ২০১০ সালে আবার ১২৭ নম্বর ওয়ার্ডের দখল নেয় তৃণমূল। কাউন্সিলর হন শ্যামাদাস রায়। পরের বার ২০১৫ সালের পুরভোটে ফের সিপিএম দখল করে এই ওয়ার্ড। কাউন্সিলর হন নিহার ভক্ত।

উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।

২০২১ সালের পুরপ্রার্থী: এবার ১২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মালবিকা বৈদ্যকে। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে রিনা ভক্তকে। অন্যদিকে বিজেপির টিকিট পেয়েছেন মল্লিকা বিশ্বাস।

সোনামুখী শিবরামপুর || ওয়ার্ড নম্বর- ১২৭ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মালবিকা বৈদ্য  ১৪০৯৬  ৪৮.১৫ ৩৬.৮৯
বিজেপি মল্লিকা বিশ্বাস ১৬৯২  ৫.৭৮ ১৪.৯৯
বাম রিনা ভক্ত ১৩১৮২  ৪৫.০২  ৪৫.৯৫
কংগ্রেস  ২.১৫
অন্যান্য ৩০৮ ১.২৫

 

সোনামুখী শিবরামপুর || ওয়ার্ড নম্বর- ১২৭ (বোরো- ১৪)|| ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল শ্যামদাস রায় ১০৭১৫ ৩৬.৮৯
বিজেপি স্বপন দাস ৪৩৫৫ ১৪.৯৯
বাম নিহার ভক্ত ১৩৩৪৬ ৪৫.৯৫
কংগ্রেস স্বপন কুমার রায় ৬২৭ ২.১৫
অন্যান্য
Next Article