KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডটি ১১৪ নম্বর বরোর অংশ। বেহালার আদর্শ নগর-বিজি প্রেস কলোনী- শ্রীমা পল্লী-রবীন্দ্র পল্লির ইত্যাদি এলাকা এই ওয়ার্ডের অংশ। ১২৯ নম্বর ওয়ার্ডের উত্তরে মহারানি ইন্দিরা দেবী রোড এবং পল্লশ্রী কলোনী রয়েছে। আর পূর্ব দিকে বেচারাম চ্যাটার্জি রোড, গোয়ালাপাড়া রোড, কাজিপাড়া রোড অবস্থিত। দক্ষিণে রয়েছে পারুই দাসপাড়া রোড এবং পারুই কাঁচা রোড এবং পশ্চিমে পোরুই মউজা, মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় রোড এবং বেহালা মৌজা।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের মোট জনসংখ্যা ছিল ৩৯ হাজার ৬৫৪ জন। যার মধ্যে ১৯ হাজার ৯৯৭ পুরুষ এবং ১৯,৫৮৫ মহিলা ছিলেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের মোট সাক্ষরতার সংখ্যা ছিল ৩৪,২১৭ জন।
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই পুরসভার গত ২০০৫ সাল থেকে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ২০১৫ সালের পুরভোটে এখানে তৃণমূলের হয়ে জয়লাভ করেন সংহিতা দাস। ২০০৫ সালে এই ওয়ার্ডে তৃণমূলের হয়ে জেতেন অঞ্জন দাস। তার পর ২০১০ সাল থেকে ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন সংহিতা দাস।
২০২১ সালের পুরসভা ভোটের প্রার্থী: এবার পুরভোটে তৃণমূলের হয়ে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী কাউন্সিলর সংহিতা দাস। বিজেপি প্রার্থী হয়েছেন নবনীতা ভট্টাচার্য। আর সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমি চ্য়াটার্জি।
বেহালা আদর্শ নগর || ওয়ার্ড নম্বর- ১২৯ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সংহিতা দাস | – | – | ৪৭.৫৪ |
বিজেপি | নবনীতা ভট্টাচার্য | – | – | ১৪.১৭ |
বাম | মৌসুমি চ্য়াটার্জি | – | – | ৩৪.০৭ |
কংগ্রেস | দোলন দাস | – | – | ১.৫৯ |
অন্যান্য | – | – | – | ২.৬৩ |
বেহালা আদর্শ নগর || ওয়ার্ড নম্বর- ১২৯ (বোরো- ১৪)|| ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সঙ্গীতা দাস | ১৩১০৩ | ৪৭.৫৪ |
বিজেপি | কাকলি দোলুই | ৩৯০৭ | ১৪.১৭ |
বাম | মৌসুমি চ্যাটার্জি | ৯৩৮৯ | ৩৪.০৭ |
কংগ্রেস | দোলন দাস | ৪৪০ | ১.৫৯ |
অন্যান্য | – | ৭১৮ | ২.৬৩ |