Ward No. 4 Kashipur Belgachhia Paikpara KMC Election Result 2021 LIVE: পাইকপাড়ার কাছে এই ওয়ার্ডে জিতলেন গৌতম হালদার

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 10:38 PM

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 4 Kashipur Belgachhia Paikpara  KMC Election Result 2021 LIVE: পাইকপাড়ার কাছে এই ওয়ার্ডে জিতলেন গৌতম হালদার
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস

Follow Us

কলকাতা: ৪ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ১ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি পাইকপাড়া অঞ্চলে অবস্থিত। এই ওয়ার্ডটি কলকাতার পৌর-প্রশাসনের একটি নির্বাচনী ক্ষেত্র এবং এটি কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের (Kashipur Belgacchia Assembly) অন্তর্গত।

৪ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে দমদম রোড, পূর্ব দিকে পাইকপাড়া রো ও বীরপাড়া লেন, দক্ষিণ দিকে পাইকপাড়া রাজা মণীন্দ্র রোড ও উমাকান্ত সেন লেন এবং পশ্চিমে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড।

২০০৫ সালে এই ওয়ার্ডে জয় লাভ করেন সিপিএমের রুমা ঘোষ। তারপর থেকেই এই ওয়ার্ডে ঘাসফুলের জয়জয়কার। ২০১০ সালে এই ওয়ার্ডে তৃণমূলের তরফে জয়লাভ করেন পুষ্পালি সিনহা। ২০১৫-তে গৌতম হালাদার তৃণমূলের টিকিটে এই ওয়ার্ডে জয়ী হন।

২০২১- এ পুরভোটে ৪ নম্বর ওয়ার্ডে যাঁরা প্রার্থী হলেন

এই ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন গৌতম হালদার। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব্যসাচী চক্রবর্তী। এবং সিপিএমের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানাইলাল পোদ্দার।

কাশীপুর-বেলগাছিয়া-পাইকপাড়া || ওয়ার্ড নম্বর- ৪ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল গৌতম হালদার ২১০৩৩ ৮১.৯৯ ৭২.২০
বিজেপি সব্যসাচী চক্রবর্তী ১১৭৪ ৪.৫৮  ৯.৫০
বাম কানাইলাল পোদ্দার ২৯৪৫ ১১.৪৮ ১৫.৯৪
কংগ্রেস বীরেশ চক্রবর্তী ৩৮০ ১.৪৮ ১.৫২
অন্যান্য ১২২ ০.৪৮ ০.৮৪

 

কাশীপুর-বেলগাছিয়া -পাইকপাড়া|| ওয়ার্ড নম্বর- ৪ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল গৌতম হালদার ১৮,৬৯৭ ৭২.২০
বিজেপি সুরেশ কুমার সোনকার ২,৪৫৮ ৯.৫০
বাম নমিতা দাস ৪,১৩০ ১৫.৯৪
কংগ্রেস ভূষণ দাস ৩৯৫ ১.৫২
অন্যান্য ২১৭ ০.৮৪
Next Article